মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বড় ছেলে ও দলের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টা ৫৭ মিনিটে তিনি বসুন্ধরার এই হাসপাতালে পৌঁছান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মায়ের চিকিৎসা সম্পর্কে অবহিত হন। পরে রাত ১২টার পর পরই হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান।   এর আগে গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর শনিবারও হাসপাতালে যান তিনি।  এদিকে রোববার রাত ৮টা ২৩ মিনিটে হাসপাতালে যান খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এর ১০ মিনিট পর হাসপাতালে যান তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু। এ ছাড়া হাসপাতালে যান খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও। প্রসঙ্গত, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বড় ছেলে ও দলের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টা ৫৭ মিনিটে তিনি বসুন্ধরার এই হাসপাতালে পৌঁছান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মায়ের চিকিৎসা সম্পর্কে অবহিত হন। পরে রাত ১২টার পর পরই হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান।  

এর আগে গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর শনিবারও হাসপাতালে যান তিনি। 

এদিকে রোববার রাত ৮টা ২৩ মিনিটে হাসপাতালে যান খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এর ১০ মিনিট পর হাসপাতালে যান তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু। এ ছাড়া হাসপাতালে যান খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও।

প্রসঙ্গত, ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

গত শনিবার মাঝরাতে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘স্বাভাবিকভাবেই ওনার (খালেদা জিয়া) অবস্থার উন্নতি হয়েছে- এ কথা বলা যাবে না। ওনার (খালেদা জিয়া) অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow