মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে হামলা চালাতে পারে ইরান

চলমান বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান দেশটির সামরিক ঘাঁটি ও নৌপরিবহন লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইরানের পার্লামেন্ট স্পিকার এই হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায়, তবে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌপরিবহন কেন্দ্রগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। তার এই মন্তব্যে ইসরায়েলের কথাও ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং একে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। ঘালিবাফের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশটিতে বিক্ষোভ চলছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও জোরালো করলো। সূত্র: এএফপি এমএসএম

মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে হামলা চালাতে পারে ইরান

চলমান বিক্ষোভের মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান দেশটির সামরিক ঘাঁটি ও নৌপরিবহন লক্ষ্যবস্তুতে পরিণত করবে। ইরানের পার্লামেন্ট স্পিকার এই হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায়, তবে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌপরিবহন কেন্দ্রগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।

তার এই মন্তব্যে ইসরায়েলের কথাও ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং একে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে।

ঘালিবাফের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশটিতে বিক্ষোভ চলছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও জোরালো করলো।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow