মিশিগানে প্রবাসী সংবাদিকদের মিলনমেলা

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক ডিনারের আয়োজন করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ওয়ারেন শহরের আল শাহী প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। ডিনার আয়োজনে সবাই একসঙ্গে খাবার গ্রহণ করায় পুরো অনুষ্ঠানজুড়ে পারিবারিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ বিরাজ করে। প্রবাসে কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন মিলনমেলা সাংবাদিক সমাজের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন। অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা সবগুলো ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার ওপর চলমান হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেক্রেটারি তোফায়েল রেজা সুহেল। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ, সাবেক সভাপতি শামীম আহ

মিশিগানে প্রবাসী সংবাদিকদের মিলনমেলা

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক ডিনারের আয়োজন করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে ওয়ারেন শহরের আল শাহী প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

ডিনার আয়োজনে সবাই একসঙ্গে খাবার গ্রহণ করায় পুরো অনুষ্ঠানজুড়ে পারিবারিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ বিরাজ করে। প্রবাসে কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন মিলনমেলা সাংবাদিক সমাজের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা সবগুলো ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার ওপর চলমান হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

মিশিগানে প্রবাসী সংবাদিকদের মিলনমেলা

প্রেস ক্লাব সভাপতি সৈয়দ সাহেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেক্রেটারি তোফায়েল রেজা সুহেল। বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ, সাবেক সভাপতি শামীম আহসান, চিন্ময় আচার্য্য, সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, আশিক রহমান, বর্তমান যুগ্ম সম্পাদক সাহেল আহমেদ, সিনিয়র সদস্য কাওসার দেওয়ান, মাহফুজুর রহমানসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতারা। বক্তারা প্রবাসে থেকেও সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতা রক্ষার আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রেস ক্লাব পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন ক্লাবের কোষাধ্যক্ষ সুলাইমান আল মাহমুদ এবং কবিতা আবৃত্তি করেন সিনিয়র সদস্য মজিবুর রহমান শাহীন।

ডিনার অনুষ্ঠানের আগে কেক কাটার মাধ্যমে ‘সুপ্রভাত মিশিগান’ এর ৮ বছরে পদার্পণ পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে স্বাগত বক্তব্য দেন পোর্টালটির সম্পাদক চিন্ময় আচার্য্য। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

এমআরএম/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow