মৃত্যুর আগে যে দোয়াটি বেশি পড়তেন রাসুল (সা.)
আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনের শেষ দিনগুলোতে এ দোয়াটি বেশি পড়তেন, سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ أَسْتَغفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর কাছে তওবা করছি। যে কারণে দোয়াটি বেশি পড়তেন রাসুল (সা.) আয়েশা (রা.) বলেন, আমি রাসুলকে (সা.) বললাম, হে আল্লাহর রাসুল! আমি আপনাকে বারবার এ দোয়াটি পড়তে দেখি: ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি’। রাসুল (সা.) বললেন, আমার রব আমাকে সুসংবাদ দিয়েছেন যে, আমি অচিরেই আমার উন্মতের মধ্যে একটি নিদর্শন দেখতে পাব। যখন আমি সে নিদর্শন দেখতে পাবো, তখন যেন এ দোয়া পাঠ করি। আমি ওই নিদর্শন দেখতে পেয়েছি — ‘যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে’ — অর্থাৎ মক্কা বিজয়। এবং তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, তখন তোমার রবের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা কর এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। (সুরা নাসর: ১-৩) (সহি
আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনের শেষ দিনগুলোতে এ দোয়াটি বেশি পড়তেন,
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ أَسْتَغفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।
অর্থ: আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর কাছে তওবা করছি।
যে কারণে দোয়াটি বেশি পড়তেন রাসুল (সা.)
আয়েশা (রা.) বলেন, আমি রাসুলকে (সা.) বললাম, হে আল্লাহর রাসুল! আমি আপনাকে বারবার এ দোয়াটি পড়তে দেখি: ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি’। রাসুল (সা.) বললেন, আমার রব আমাকে সুসংবাদ দিয়েছেন যে, আমি অচিরেই আমার উন্মতের মধ্যে একটি নিদর্শন দেখতে পাব। যখন আমি সে নিদর্শন দেখতে পাবো, তখন যেন এ দোয়া পাঠ করি। আমি ওই নিদর্শন দেখতে পেয়েছি — ‘যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে’ — অর্থাৎ মক্কা বিজয়। এবং তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, তখন তোমার রবের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা কর এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। (সুরা নাসর: ১-৩) (সহিহ মুসলিম: ৯৭৫)
অর্থাৎ রাসুল (সা.) সুরা নাসরে আল্লাহ তাআলার নির্দেশের কথা বলেছেন। সুরা নাসরে আল্লাহ তাআলা বলেছেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করবে, তখন রাসুল (সা.) যেন আল্লাহ তাআলার প্রশংসা ও ইস্তেগফার করেন। রাসুলের (সা.) শেষ জীবনে যখন মক্কা বিজিত হলো এবং আরবের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ এসে ইসলাম গ্রহণ করতে লাগলো, তখন রাসুল (সা.) আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী উপরোক্ত দোয়ার মাধ্যমে আল্লাহর প্রশংসা ও ইস্তেগফার করতেন।
ওএফএফ/জেআইএম
What's Your Reaction?