মোবাইলে লেগে থাকা জীবাণু পরিষ্কার করবেন যেভাবে

আজকাল হাত ধোয়া, শপিং ট্রলিতে স্যানিটাইজার ব্যবহার বা ক্যাফের টেবিল মুছে নেওয়া আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি, দিনের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শ করা জিনিসটি কী? তা হলো আমাদের স্মার্টফোন। রান্নাঘর, খাবার টেবিল, অফিস ডেস্ক বা বাথরুম—সব জায়গায় ফোন আমাদের সঙ্গে থাকে। আমরা দিনে বারবার স্ক্রিনে আঙুল রাখি, মুখের কাছে নিয়ে যাই, অন্যের হাতে দেই। কিন্তু হাতের মতো ফোনকে আমরা ততটা পরিচ্ছন্ন রাখি না। গবেষকরা জানাচ্ছেন, ফোনে শতাধিক প্রজাতির ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকতে পারে। সব জীবাণু অসুস্থতা তৈরি নাও করতে পারে, কিন্তু সংক্রমণের ঝুঁকি সম্পূর্ণ শূন্য নয়। আমরা বাথরুমে ফোন ব্যবহার করি, তারপর সেটি মুখের কাছে নিই বা খাওয়ার সময় স্পর্শ করি। নিয়মিত পরিচ্ছন্ন না করলে ফোন ধীরে ধীরে জীবাণুর ‘হটস্পট’ হয়ে ওঠে। কিন্তু ভুলভাবে পরিষ্কার করাও ক্ষতির কারণ হতে পারে। অনেকেই হ্যান্ড স্যানিটাইজার, গ্লাস ক্লিনার বা শক্ত কোনো ক্লিনার ব্যবহার করে থাকেন। তবে অ্যাপল, স্যামসাংসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো স্পষ্টভাবে জানিয়েছে—ব্লিচ, ভিনেগার, হাইড্রোজেন পার-অক্সাইড, অ্যামোনিয়া, অ্যাসি

মোবাইলে লেগে থাকা জীবাণু পরিষ্কার করবেন যেভাবে

আজকাল হাত ধোয়া, শপিং ট্রলিতে স্যানিটাইজার ব্যবহার বা ক্যাফের টেবিল মুছে নেওয়া আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি, দিনের মধ্যে সবচেয়ে বেশি স্পর্শ করা জিনিসটি কী?

তা হলো আমাদের স্মার্টফোন। রান্নাঘর, খাবার টেবিল, অফিস ডেস্ক বা বাথরুম—সব জায়গায় ফোন আমাদের সঙ্গে থাকে। আমরা দিনে বারবার স্ক্রিনে আঙুল রাখি, মুখের কাছে নিয়ে যাই, অন্যের হাতে দেই। কিন্তু হাতের মতো ফোনকে আমরা ততটা পরিচ্ছন্ন রাখি না।

গবেষকরা জানাচ্ছেন, ফোনে শতাধিক প্রজাতির ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকতে পারে। সব জীবাণু অসুস্থতা তৈরি নাও করতে পারে, কিন্তু সংক্রমণের ঝুঁকি সম্পূর্ণ শূন্য নয়। আমরা বাথরুমে ফোন ব্যবহার করি, তারপর সেটি মুখের কাছে নিই বা খাওয়ার সময় স্পর্শ করি। নিয়মিত পরিচ্ছন্ন না করলে ফোন ধীরে ধীরে জীবাণুর ‘হটস্পট’ হয়ে ওঠে।

কিন্তু ভুলভাবে পরিষ্কার করাও ক্ষতির কারণ হতে পারে। অনেকেই হ্যান্ড স্যানিটাইজার, গ্লাস ক্লিনার বা শক্ত কোনো ক্লিনার ব্যবহার করে থাকেন। তবে অ্যাপল, স্যামসাংসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো স্পষ্টভাবে জানিয়েছে—ব্লিচ, ভিনেগার, হাইড্রোজেন পার-অক্সাইড, অ্যামোনিয়া, অ্যাসিটোন বা ৭০% এর বেশি অ্যালকোহল ব্যবহার করা যাবে না। কারণ, ফোনের স্ক্রিনে থাকা ওলিওফোবিক আবরণ ক্ষতিগ্রস্ত হতে পারে, স্ক্রিনে দাগ পড়তে পারে, টাচ সেনসিটিভিটি কমে যেতে পারে এবং ওয়াটারপ্রুফ সিল দুর্বল হয়ে যেতে পারে।

ফোন নিরাপদে পরিষ্কার করতে:

*আইসোপ্রোপাইল অ্যালকোহল ওয়াইপস ব্যবহার করুন
*নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন
*স্পিকার বা চার্জিং পোর্ট পরিষ্কারের জন্য নরম অ্যান্টি-স্ট্যাটিক ব্রাশ ব্যবহার করুন

কিছু সতর্কতা:

*ফোনের ওপর সরাসরি তরল স্প্রে করবেন না
*ফোনকে ডুবাবেন না
*টিস্যু, কাগজ বা রুক্ষ কাপড় ব্যবহার করবেন না
*অতিরিক্ত ঘষাঘষি বা পরিষ্কার করবেন না

সাধারণ ব্যবহারের ক্ষেত্রে সপ্তাহে অন্তত একবার ফোন পরিষ্কার করা যথেষ্ট। তবে পাবলিক ট্রান্সপোর্ট, হাসপাতাল, জিম বা বাথরুমে ফোন বেশি ব্যবহার করলে আরও ঘন ঘন পরিষ্কার করা উচিত।

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow