মোশারফ চেয়ারম্যানের জানাজায় শোকাহত মানুষের ঢল

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার কৃতি সন্তান ও ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন'র নামাজে জানাজা শেষে পূর্ব গচ্ছাবিল এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার সকালে গচ্ছাবিল জামে মসজিদ প্রাঙ্গণে ও বেলা ১১টায় মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজ। উক্ত জানাজার নামাজে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার জানাজায় অংশ নেন। এ ছাড়াও মরহুমের আত্মীয় স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় কয়েক হাজার মানুষ জানাজায় অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন। শেষ বিদায়ের সময় তাকে এক নজর দেখতে শোকাহত হাজারো মানুষের ঢল নামে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৫ ডিসেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানের পাশাপাশি বহু গুণগ্রাহী রেখে যান। তিনি ১নং মানিক

মোশারফ চেয়ারম্যানের জানাজায় শোকাহত মানুষের ঢল

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার কৃতি সন্তান ও ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোশারফ হোসেন'র নামাজে জানাজা শেষে পূর্ব গচ্ছাবিল এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার সকালে গচ্ছাবিল জামে মসজিদ প্রাঙ্গণে ও বেলা ১১টায় মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজ।

উক্ত জানাজার নামাজে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার জানাজায় অংশ নেন।

এ ছাড়াও মরহুমের আত্মীয় স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় কয়েক হাজার মানুষ জানাজায় অংশ নিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন। শেষ বিদায়ের সময় তাকে এক নজর দেখতে শোকাহত হাজারো মানুষের ঢল নামে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১৫ ডিসেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানের পাশাপাশি বহু গুণগ্রাহী রেখে যান।

তিনি ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড থেকে তিন তিন বারের ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ৫ই আগস্ট পরবর্তী ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অবর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। সেই সাথে উপজেলা যুবদলের আহবায়কেরও দায়িত্বে ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার ফলে তিনি সকলের কাছে খুব জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow