মৌচাকের সবুজ মাঠে স্বপ্ন বোনে তারুণ্য
এমন বর্ণিল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ বারবার আসে না। এই সমাবেশ এত সুন্দর হয় যে জীবনের শেষ দিন পর্যন্ত স্মৃতি থেকে যায়। জাতীয় বন্ধু সমাবেশের এই আয়োজন হলো রবীন্দ্রনাথের সেই উচ্চারণ, ‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো…।’ তাই কোনো বন্ধুর এমন অনন্য সুযোগ থেকে বঞ্চিত হওয়া ঠিক হবে না। সবার উজ্জ্বল উপস্থিতিতে বন্ধু উৎসব হবে প্রাণবন্ত।
এমন বর্ণিল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ বারবার আসে না। এই সমাবেশ এত সুন্দর হয় যে জীবনের শেষ দিন পর্যন্ত স্মৃতি থেকে যায়। জাতীয় বন্ধু সমাবেশের এই আয়োজন হলো রবীন্দ্রনাথের সেই উচ্চারণ, ‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো…।’ তাই কোনো বন্ধুর এমন অনন্য সুযোগ থেকে বঞ্চিত হওয়া ঠিক হবে না। সবার উজ্জ্বল উপস্থিতিতে বন্ধু উৎসব হবে প্রাণবন্ত।