যুক্তরাষ্ট্রে চার নায়কের সঙ্গে সময় কাটালেন শাবনূর

বেশ অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন চিত্রনায়িকা শাবনূর। তার পরিবারের অনেক সদস্যই সেখানে থাকেন। কয়েক মাস দেশে বেড়াবেন, ঘোরাঘুরি করবেন-এমনই ছিল তার পরিকল্পনা। সবকিছুই এগোচ্ছিল পরিকল্পনা অনুযায়ী। কিন্তু হঠাৎ করেই মত বদলান নব্বই দশকের এই জনপ্রিয় চিত্রনায়িকা। বাংলাদেশে না এসে শাবনূরের যাত্রার গন্তব্য বদলে যায় যুক্তরাষ্ট্রে। সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তার একমাত্র সন্তান আইজান নেহানের। তিনি ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, সে আমেরিকা যেতে চায় কি না। সঙ্গে সঙ্গে আইজানের উত্তর ছিল, ‘হ্যাঁ’। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূরের দেখা হয়েছে দেশীয় চলচ্চিত্রের অনেক পরিচিত মুখের সঙ্গে। সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফদের সঙ্গে আড্ডা দিয়েছেন।আরও পড়ুনচঞ্চল চৌধুরীকে নিয়ে যে গোপন আফসোস প্রকাশ করলেন পরীমনিহিমালয়ে মাইনাস ৮ ডিগ্রিতে কী করলেন সুনেরাহ-রেহান? এবার তাকে দেখা গেল চার নায়কের সঙ্গে। দীর্ঘদিন পর বিদেশের মাটিতে সেই নায়কদের পেয়ে বেশ আনন্দমুখর সময় কাটালেন শাবনূর। চার নায়ক হলেন কাজী মারুফ, জায়েদ খান, মামনুন হাসান ইমন এবং আলেকজান্ডার বো। উল্লেখ্য, এই চার নায়কের মধ্যে

যুক্তরাষ্ট্রে চার নায়কের সঙ্গে সময় কাটালেন শাবনূর

বেশ অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন চিত্রনায়িকা শাবনূর। তার পরিবারের অনেক সদস্যই সেখানে থাকেন। কয়েক মাস দেশে বেড়াবেন, ঘোরাঘুরি করবেন-এমনই ছিল তার পরিকল্পনা। সবকিছুই এগোচ্ছিল পরিকল্পনা অনুযায়ী। কিন্তু হঠাৎ করেই মত বদলান নব্বই দশকের এই জনপ্রিয় চিত্রনায়িকা।

বাংলাদেশে না এসে শাবনূরের যাত্রার গন্তব্য বদলে যায় যুক্তরাষ্ট্রে। সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা ছিল তার একমাত্র সন্তান আইজান নেহানের। তিনি ছেলেকে জিজ্ঞেস করেছিলেন, সে আমেরিকা যেতে চায় কি না। সঙ্গে সঙ্গে আইজানের উত্তর ছিল, ‘হ্যাঁ’।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শাবনূরের দেখা হয়েছে দেশীয় চলচ্চিত্রের অনেক পরিচিত মুখের সঙ্গে। সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফদের সঙ্গে আড্ডা দিয়েছেন।

আরও পড়ুন
চঞ্চল চৌধুরীকে নিয়ে যে গোপন আফসোস প্রকাশ করলেন পরীমনি
হিমালয়ে মাইনাস ৮ ডিগ্রিতে কী করলেন সুনেরাহ-রেহান?

এবার তাকে দেখা গেল চার নায়কের সঙ্গে। দীর্ঘদিন পর বিদেশের মাটিতে সেই নায়কদের পেয়ে বেশ আনন্দমুখর সময় কাটালেন শাবনূর। চার নায়ক হলেন কাজী মারুফ, জায়েদ খান, মামনুন হাসান ইমন এবং আলেকজান্ডার বো। 

উল্লেখ্য, এই চার নায়কের মধ্যে আলেকজান্ডার ব্যতীত বাকি তিনজনের বিপরীতেই কাজ করেছেন শাবনূর।

জায়েদ খান ফেসবুকে শাবনূরের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘নায়িকাকে আমাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।’

এই ছবিতে নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‌‘শাবনূর মানেই এক আলাদা মায়া। আজও একই সৌন্দর্য, একই সৌম্যতা। শাবনূর হলো বাংলা সিনেমার চিরসবুজ সৌন্দর্য। শাবনূরকে দেখলে মনে হয় সময় যেনো থেমে গেছে! কি নির্মল হাসি, শান্ত উপস্থিতি। শাবনূর আজও ঠিক তেমনই সকলের হৃদয় ছুঁয়ে যান।’

প্রায় মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাবনূর। আরও কয়েক দিন থাকবেন বলে জানা গেছে।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow