যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাকিব হোসেন বিশাল নামের একজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জহুরি মহল্লার গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। রাকিব হোসেন আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে ঢাকা উদ্যানের মহিউদ্দিন ও রাজু গ্রুপের লোকজন তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‌‘মাগরিবের নামাজের পর রাকিব নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পেয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।’ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি। কেআর/এসআর

যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লা এলাকায় পূর্ব শত্রুতার জেরে রাকিব হোসেন বিশাল নামের একজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে জহুরি মহল্লার গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

রাকিব হোসেন আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে ঢাকা উদ্যানের মহিউদ্দিন ও রাজু গ্রুপের লোকজন তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন

ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‌‘মাগরিবের নামাজের পর রাকিব নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পেয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।’

আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

কেআর/এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow