যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির অভিনন্দন

হকি বিশ্বমঞ্চে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত এফআইএইচ হকি মেনস ওয়ার্ল্ড কাপ ২০২৫–এর চ্যালেঞ্জার ট্রফি জিতে নেওয়ায় বাংলাদেশ হকি দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রশংসা করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থাটি। সোমবার (৮ ডিসেম্বর) প্রকাশিত এক বার্তায় বিসিবি জানায়, বৈশ্বিক আসরে দলের এমন দৃঢ়তা ও ধারাবাহিক পারফরম্যান্সে তারা গর্বিত। চ্যালেঞ্জার বিভাগে শিরোপা জয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য বলেও উল্লেখ করা হয়। ফাইনালে ইউরোপিয়ান শক্তি অস্ট্রিয়াকে ৫–৪ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে বিশ্ব হকির আসরে প্রথমবারের মতো কোনো ট্রফি জয়ের স্বাদ পেল লাল–সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ হকি দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা জাগাবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় অর্জনের পথ তৈরি করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে বিসিবি। প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি সংশ্লিষ্ট সকলকে এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে আগামীর পথচলায় দলের প্রতি শুভকামনাও জানিয়েছে।

যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির অভিনন্দন

হকি বিশ্বমঞ্চে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত এফআইএইচ হকি মেনস ওয়ার্ল্ড কাপ ২০২৫–এর চ্যালেঞ্জার ট্রফি জিতে নেওয়ায় বাংলাদেশ হকি দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রশংসা করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থাটি।

সোমবার (৮ ডিসেম্বর) প্রকাশিত এক বার্তায় বিসিবি জানায়, বৈশ্বিক আসরে দলের এমন দৃঢ়তা ও ধারাবাহিক পারফরম্যান্সে তারা গর্বিত। চ্যালেঞ্জার বিভাগে শিরোপা জয় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য বলেও উল্লেখ করা হয়।

ফাইনালে ইউরোপিয়ান শক্তি অস্ট্রিয়াকে ৫–৪ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে বিশ্ব হকির আসরে প্রথমবারের মতো কোনো ট্রফি জয়ের স্বাদ পেল লাল–সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ হকি দলের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা জাগাবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে আরও বড় অর্জনের পথ তৈরি করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে বিসিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি সংশ্লিষ্ট সকলকে এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে আগামীর পথচলায় দলের প্রতি শুভকামনাও জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow