যেভাবে নজর কাড়লেন ওসাকা
রোববার থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টেও নজর কাড়লেন নাওমি ওসাকা। ফ্যাশন প্যারেড নয় কোনো। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম। আর রড লেভার অ্যারিনায় রাতের ম্যাচে গ্র্যান্ড এন্ট্রি নিলেন নাওমি ওসাকা। এমনভাবে, দেখে মনে হবে যেন কোনো ফ্যাশন শো। লম্বা গাউন, ভেইলসহ বড় হ্যাট, হাতে জাপানি ছাতা। মঙ্গলবার মেলবোর্ন পার্কে যেন সব আলো কেড়ে নিলেন এই জাপানি তারকাই। প্রথম রাউন্ডের ম্যাচে কোর্টেও জয়ে সূচনা করেছেন ওসাকা। দ্বিতীয় সেটে হারলেও শেষ পর্যন্ত জাপানি তারকা ৬-৩, ৩-৬ এবং ৬-৪ গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন ক্রোয়েশিয়ার আন্তোনিয়া রুজিচের বিরুদ্ধে। এছাড়া, ১০ নম্বর বাছাই বেলিন্ডা বেনচিচও সহজে ৬-০ এবং ৭-৫ গেমে হারালেন ব্রিটেনের কেটি বোল্টারকে। ফরাসি ওপেনের সাবেক চ্যাম্পিয়ন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কোও ৬-৪ এবং ৬-৪ গেমে হারালেন রেবেকা স্রামকোভাকে। পাঁচ নম্বর বাছাই এলনা রিবাকিনা ৬-৪ এবং ৬-৩ গেমে হারিয়েছেন কাজা জুভানকে। আমেরিকার স্লোয়ানে স্টিফেন্স ৬-৭ এবং ২-৬ গেমে হেরে গেলেন ক্যারোলিনা পিসকোভার কাছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যাডিসন কিস ৭-৬ এবং ৬-১ গেমে হারিয়েছেন ওলেকসা
রোববার থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টেও নজর কাড়লেন নাওমি ওসাকা। ফ্যাশন প্যারেড নয় কোনো। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম। আর রড লেভার অ্যারিনায় রাতের ম্যাচে গ্র্যান্ড এন্ট্রি নিলেন নাওমি ওসাকা। এমনভাবে, দেখে মনে হবে যেন কোনো ফ্যাশন শো। লম্বা গাউন, ভেইলসহ বড় হ্যাট, হাতে জাপানি ছাতা। মঙ্গলবার মেলবোর্ন পার্কে যেন সব আলো কেড়ে নিলেন এই জাপানি তারকাই।
প্রথম রাউন্ডের ম্যাচে কোর্টেও জয়ে সূচনা করেছেন ওসাকা। দ্বিতীয় সেটে হারলেও শেষ পর্যন্ত জাপানি তারকা ৬-৩, ৩-৬ এবং ৬-৪ গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন ক্রোয়েশিয়ার আন্তোনিয়া রুজিচের বিরুদ্ধে। এছাড়া, ১০ নম্বর বাছাই বেলিন্ডা বেনচিচও সহজে ৬-০ এবং ৭-৫ গেমে হারালেন ব্রিটেনের কেটি বোল্টারকে।
ফরাসি ওপেনের সাবেক চ্যাম্পিয়ন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কোও ৬-৪ এবং ৬-৪ গেমে হারালেন রেবেকা স্রামকোভাকে। পাঁচ নম্বর বাছাই এলনা রিবাকিনা ৬-৪ এবং ৬-৩ গেমে হারিয়েছেন কাজা জুভানকে। আমেরিকার স্লোয়ানে স্টিফেন্স ৬-৭ এবং ২-৬ গেমে হেরে গেলেন ক্যারোলিনা পিসকোভার কাছে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যাডিসন কিস ৭-৬ এবং ৬-১ গেমে হারিয়েছেন ওলেকসান্দ্রা ওলিনিকোভাকে।
কোর্টের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই আলোচিত নাম ওসাকা। ভিন্নভাবে অস্ট্রেলিয়ান ওপেনে আলোচনায় এসে যেন নিজের বৈশিষ্ট্যটাই ফুটিয়ে তুললেন চার গ্র্যান্ড স্লামের মালিক।
অস্ট্রেলিয়ান ওপেনে দুইবার শিরোপা জয়ের নজির গড়েছেন ওসাকা। ২০১৯ সালে প্রথম এবং ২০২১ সালে সর্বশেষ মেলবোর্নের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ২৮ বছর বয়সী এই তারকা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আগামীকাল আবারও কোর্টে নামবেন তিনি। যেখানে তার প্রতিপক্ষ রোমানিয়ার সোরানা সিরস্টিয়া।
What's Your Reaction?