যেভাবে মুহূর্তেই জানবেন ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি

আজকাল অনলাইনে ছবি দেখলে সহজে বোঝা যায় না এটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তবে এবার কয়েক সেকেন্ডেই ছবির সত্যতা যাচাই করা সম্ভব। এখনকার ডিজিটাল যুগে ছবির সত্যতা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার, ই-কমার্স ব্যবসায়ী বা সাধারণ ব্যবহারকারীর কেউই ভুয়া ছবি এড়াতে চায় না। আধুনিক এআই টুলস এত বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারে যে, তা প্রায় আসল ফটোগ্রাফের মতো দেখায়। তবে, উন্নত ইমেজ ডিটেকশন সফটওয়্যার, মেটাডেটা বিশ্লেষণ, পিক্সেল প্যাটার্ন চেকিং এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সহজেই বোঝা যায় কোন ছবি আসল এবং কোনটি এআইয়ে তৈরি। এর ফলে ব্যবহারকারীরা ভুয়া তথ্য থেকে রক্ষা পান এবং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতাও বজায় থাকে। এআই দিয়ে ছবি তৈরি করার প্রবণতা ক্রমেই বাড়ছে। অনেকেই অনলাইনে ভুয়া ছবি প্রকাশ করছেন, যা এত নিখুঁত যে সাধারণ চোখে তা চেনা মুশকিল। ফলে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। বর্তমানে কিছু ছবি শনাক্তকরণের পদ্ধতি থাকলেও সব সময় ছবির উৎস সঠিকভাবে জানা সম্ভব নয়। তাই অনলাইনে ভুয়া কনটেন্ট ছড়ানোর ঝুঁকি এখনো রয়ে গেছে। এই সমস্যার সমাধান হিসেবে গ

যেভাবে মুহূর্তেই জানবেন ছবি আসল নাকি এআই দিয়ে তৈরি

আজকাল অনলাইনে ছবি দেখলে সহজে বোঝা যায় না এটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তবে এবার কয়েক সেকেন্ডেই ছবির সত্যতা যাচাই করা সম্ভব।

এখনকার ডিজিটাল যুগে ছবির সত্যতা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। কনটেন্ট ক্রিয়েটর, ব্লগার, ই-কমার্স ব্যবসায়ী বা সাধারণ ব্যবহারকারীর কেউই ভুয়া ছবি এড়াতে চায় না। আধুনিক এআই টুলস এত বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারে যে, তা প্রায় আসল ফটোগ্রাফের মতো দেখায়।

তবে, উন্নত ইমেজ ডিটেকশন সফটওয়্যার, মেটাডেটা বিশ্লেষণ, পিক্সেল প্যাটার্ন চেকিং এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সহজেই বোঝা যায় কোন ছবি আসল এবং কোনটি এআইয়ে তৈরি। এর ফলে ব্যবহারকারীরা ভুয়া তথ্য থেকে রক্ষা পান এবং ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতাও বজায় থাকে।

এআই দিয়ে ছবি তৈরি করার প্রবণতা ক্রমেই বাড়ছে। অনেকেই অনলাইনে ভুয়া ছবি প্রকাশ করছেন, যা এত নিখুঁত যে সাধারণ চোখে তা চেনা মুশকিল। ফলে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।

বর্তমানে কিছু ছবি শনাক্তকরণের পদ্ধতি থাকলেও সব সময় ছবির উৎস সঠিকভাবে জানা সম্ভব নয়। তাই অনলাইনে ভুয়া কনটেন্ট ছড়ানোর ঝুঁকি এখনো রয়ে গেছে।

এই সমস্যার সমাধান হিসেবে গুগল জেমিনি অ্যাপে নতুন একটি সুবিধা এনেছে। জেমিনির নতুন টুল দিয়ে সহজেই বোঝা যাবে কোন ছবি গুগলের এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। এই সুবিধা ব্যবহার করে ব্যবহারকারী ছবির সত্যতা মুহূর্তেই যাচাই করতে পারবেন।

এ ছাড়া, জেমিনির SynthID প্রযুক্তি ব্যবহার করে ছবির উৎসও জানা যায়। ব্যবহারকারী যদি সন্দেহ করেন, তাহলে ছবিটি জেমিনিতে আপলোড করে Was this created by Google AI? বা Is this AI generated? জিজ্ঞেস করতে পারেন। যদি ছবি গুগলের কোনো এআই টুল দিয়ে তৈরি হয়ে থাকে, তবে SynthID জলছাপ শনাক্ত করে ছবির উত্স এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখাবে।

সূত্র : প্রযুক্তি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow