যে কৌশলে ৩৭ বছর পর ভারত-বধ
অস্ট্রেলিয়ার পর ভারতের মাটিতে ত্রাস হয়ে উঠছে নিউজিল্যান্ড। টেস্টের পর এবার ওয়ানডে সিরিজেও রোহিত-কোহলিদের হারিয়েছে কিউয়িরা। সেইসঙ্গে দীর্ঘ ৩৭ বছর পর ভারতের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের নজীর গড়ে ব্ল্যাক-ক্যাপসরা। প্রথম ম্যাচে ভারত জয় পেলেও শেষ দুই ওয়ানডে জিতে সিরিজ জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড। অন্যদিকে, কিউইদের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার ড্যারিল মিচেল। শেষ দুই ম্যাচেই দাপুটে সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। তবে শুধুই কি ঝড়ো ব্যাটিংয়ের জন্যই এমন এক সিরিজ জয়ের সাফল্য এসেছে? নাকি এর পেছনে রয়েছে আরও ভিন্ন কোন কৌশল? যে কৌশলে তিন যুগেরও বেশি সময় পর ভারত-বধ করতে সক্ষম হয়েছে এবার সেটাই ফাঁস করেছেন মিচেল। তিনি জানান ভারতের তারকা বোলার কুলদীপ যাদবকে প্রথম থেকেই টার্গেট করেছিলেন। তাতেই এসেছে সাফল্য। কিউইদের বিপক্ষে এই সিরিজে নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি কুলদীপ যাদবকে। তিন ম্যাচে মাত্র তিন উইকেট নিয়েছেন তিনি। তবে তৃতীয় ম্যাচে প্রথম বল থেকেই তার বিপক্ষে আক্রমণের পথ বেছে নেয় নিউজিল্যান্ড। মাঝের ওভারগুলোতে উইকেট পাওয়ার জন্য কুলদীপের উপরেই ভরসা রেখেছিল ভারত। তবে ১৭তম ওভারে
অস্ট্রেলিয়ার পর ভারতের মাটিতে ত্রাস হয়ে উঠছে নিউজিল্যান্ড। টেস্টের পর এবার ওয়ানডে সিরিজেও রোহিত-কোহলিদের হারিয়েছে কিউয়িরা। সেইসঙ্গে দীর্ঘ ৩৭ বছর পর ভারতের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের নজীর গড়ে ব্ল্যাক-ক্যাপসরা।
প্রথম ম্যাচে ভারত জয় পেলেও শেষ দুই ওয়ানডে জিতে সিরিজ জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড। অন্যদিকে, কিউইদের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার ড্যারিল মিচেল। শেষ দুই ম্যাচেই দাপুটে সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। তবে শুধুই কি ঝড়ো ব্যাটিংয়ের জন্যই এমন এক সিরিজ জয়ের সাফল্য এসেছে?
নাকি এর পেছনে রয়েছে আরও ভিন্ন কোন কৌশল? যে কৌশলে তিন যুগেরও বেশি সময় পর ভারত-বধ করতে সক্ষম হয়েছে এবার সেটাই ফাঁস করেছেন মিচেল। তিনি জানান ভারতের তারকা বোলার কুলদীপ যাদবকে প্রথম থেকেই টার্গেট করেছিলেন। তাতেই এসেছে সাফল্য।
কিউইদের বিপক্ষে এই সিরিজে নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি কুলদীপ যাদবকে। তিন ম্যাচে মাত্র তিন উইকেট নিয়েছেন তিনি। তবে তৃতীয় ম্যাচে প্রথম বল থেকেই তার বিপক্ষে আক্রমণের পথ বেছে নেয় নিউজিল্যান্ড। মাঝের ওভারগুলোতে উইকেট পাওয়ার জন্য কুলদীপের উপরেই ভরসা রেখেছিল ভারত। তবে ১৭তম ওভারে কুলদীপের প্রথম বলেই ছক্কা মারেন ফর্মে থাকা ব্যাটার ড্যারিল মিচেল।
এরপর থেকেই চাপ বাড়তে থাকে এই লেগস্পিনারের ওপর। ম্যাচের ৪১তম ওভারে মিচেল ও ফিলিপ্স আবারও একের পর এক বড় শট খেলেন কুলদীপের বলে। শেষ পর্যন্ত ছয় ওভারে ৪৮ রান দেন কুলদীপ। দ্বিতীয় ম্যাচেও তার ১০ ওভারে ৮২ রান তুলেছিল নিউজিল্যান্ড। কুলদীপের মতো বোলারের কাছ থেকে যা সত্যিই বেমানান।
সিরিজ জয়ের পর সেই কৌশল ফাঁস করে মিচেল বলেন, ‘কুলদীপ একজন বিশ্বমানের বোলার। তাই প্রথম থেকেই তাকে চাপে ফেলতে চেয়েছিলাম আমরা। যখন ভালো ছন্দে বল করে সে, একাই বোলিং অ্যাটাককে নেতৃত্ব দেন। পরে শিশির পড়লে আরও কঠিন হতো পরিস্থিতি। সফরকারী দল হিসেবে এগুলো খুব ভালো ভাবে জানিনা আমরা। তাই দেরি না করে প্রথম থেকেই আক্রমণের পথে হেঁটেছিলাম।’
What's Your Reaction?