রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী 

রাজধানীর বাজারে গত এক সপ্তাহে খাদ্যপণ্যের দামে মিশ্র চিত্র দেখা গেছে। মুরগির দাম বাড়তির দিকে থাকলেও চিনির বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সবজির ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি নেই—কয়েকটি পণ্যের দামে সামান্য ওঠানামা হলেও অধিকাংশ সবজি এখনও তুলনামূলক চড়া দামে বিক্রি হচ্ছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কলমিলতা ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আগের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। আজকের বাজারে মাঝারি আকারের ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি প্রতিপিস ৩০ টাকা এবং বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৩০ টাকা ও চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা। এ ছাড়া বরবটি প্রতি কেজি ১০০ টাকা, মুলা ও শালগম প্রতি কেজি ৪০ টাকা করে, শিম প্রতি কেজি ৪০ টাকা। টমেটো প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা। লাউ প্রতিপিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ২০ টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া আজকের বাজারে তেলাপিয়া মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৫

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী 

রাজধানীর বাজারে গত এক সপ্তাহে খাদ্যপণ্যের দামে মিশ্র চিত্র দেখা গেছে। মুরগির দাম বাড়তির দিকে থাকলেও চিনির বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সবজির ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি নেই—কয়েকটি পণ্যের দামে সামান্য ওঠানামা হলেও অধিকাংশ সবজি এখনও তুলনামূলক চড়া দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কলমিলতা ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আগের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ।

আজকের বাজারে মাঝারি আকারের ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি প্রতিপিস ৩০ টাকা এবং বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৩০ টাকা ও চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা।

এ ছাড়া বরবটি প্রতি কেজি ১০০ টাকা, মুলা ও শালগম প্রতি কেজি ৪০ টাকা করে, শিম প্রতি কেজি ৪০ টাকা। টমেটো প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা।

লাউ প্রতিপিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ২০ টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে।

এ ছাড়া আজকের বাজারে তেলাপিয়া মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা এবং মাঝারি আকারের রুই মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, চাষের শিং মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা এবং পাঙাশ মাছ প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শোল মাছ প্রতি কেজি ৮০০ টাকা, টেংড়া মাছ প্রতি কেজি ৫০০ থেকে ৬৫০ টাকা এবং বড় চিংড়ি মাছ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

তবে স্বস্তি রয়েছে মাংসের বাজারে। এদিন ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালি প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে বর্তমানে ফার্মের ডিম ডজনপ্রতি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। মাসখানেক আগেও একই ডিমের দাম ছিল ১২০ টাকা। সাদা ডিমের দাম ১২০ থেকে ১২৫ টাকা এবং দেশি হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকায় মিলছে। 

এ বিষয়ে একজন ডিম ব্যবসায়ীরা বলেন, শীতকালে শাকসবজি ও দেশি মাছের সরবরাহ বাড়ায় ডিমের ওপর চাপ কমে যায়। ফলে দামও কিছুটা নামছে। পাইকারি বাজারে প্রতিটি ডিমের দাম বর্তমানে ৮ টাকার নিচে নেমে এসেছে।

বাজারে আসা ক্রেতারা বলছেন, শীত আসলেও কমছে না শীতের সবজির দাম। দাম ঠিক আগের মতই আছে। 

এদিকে, বিক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে বেশিরভাগ সবজি কম দামে বিক্রি হচ্ছে। শীত মৌসুমে সবজির সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলকভাবে নিচে নেমেছে। ফলে প্রায় সব ধরনের সবজির দামই এখন কম। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow