রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আমগণকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ওইদিন তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হবে। তারেক রহমানে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে রাজধানীতে বিশাল আনন্দ মিছিল ও মহড়া দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।  সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন ও দৈনিক বাংলা হয়ে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।  এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। মিছিলে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের সঞ্চালনায় মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন র

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আমগণকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ওইদিন তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়া হবে। তারেক রহমানে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে রাজধানীতে বিশাল আনন্দ মিছিল ও মহড়া দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ। 

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে পুরানা পল্টন ও দৈনিক বাংলা হয়ে নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। 

এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। মিছিলে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের সঞ্চালনায় মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল ও মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী ও হাসান আলীসহ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২৫ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের এক স্মরণীয় দিন হতে যাচ্ছে। দীর্ঘ অন্যায় ও জুলুমের অবসান ঘটিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন। তাকে বরণ করে নিতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল সম্পূর্ণ প্রস্তুত। নেতৃবৃন্দ আরও বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow