রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন অর রশিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির ২ বারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ হারুন অর রশিদ হারুন। মনোনয়নের খবর পাওয়ার পর নেতাকর্মীরা শুকরিয়া আদায় করেন, শুকরানা নামাজ আদায়সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। মনোনীত প্রার্থী হারুন অর রশীদ পাংশা শাহজুই রহ এর মাজার জিয়ারত ও নিজের মায়ের কবর জিয়ারত করে তার নির্বাচনি কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি বলেন দলের প্রধান আমাদের নেত্রী খালেদা জিয়া অসুস্থ তার জন্য আমরা সকলেই দোয়া মোনাজাত করতে হবে।আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন। নেতাকর্মীদের প্রতি আহবান জানান কোন প্রকার আনন্দ মিছিল মিষ্টি মুখ করা যাবে না আমাদের প্রতিযোগী যারা ছিলেন তাদের সাথে ভাল ব্যবহার ক

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন অর রশিদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির ২ বারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ হারুন অর রশিদ হারুন।

মনোনয়নের খবর পাওয়ার পর নেতাকর্মীরা শুকরিয়া আদায় করেন, শুকরানা নামাজ আদায়সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

মনোনীত প্রার্থী হারুন অর রশীদ পাংশা শাহজুই রহ এর মাজার জিয়ারত ও নিজের মায়ের কবর জিয়ারত করে তার নির্বাচনি কার্যক্রম শুরু করেন।

এ সময় তিনি বলেন দলের প্রধান আমাদের নেত্রী খালেদা জিয়া অসুস্থ তার জন্য আমরা সকলেই দোয়া মোনাজাত করতে হবে।আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন। নেতাকর্মীদের প্রতি আহবান জানান কোন প্রকার আনন্দ মিছিল মিষ্টি মুখ করা যাবে না আমাদের প্রতিযোগী যারা ছিলেন তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে। তাদের মূল্যায়ন করতে হবে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। সে দিন রাজবাড়ী-১ আসনের প্রার্থী ঘোষণা করা হলেও রাজবাড়ী-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। পরে ওই আসনের নাম আলাদাভাবে জানানো হবে বলে জানিয়েছিলেন মির্জা ফখরুল। এবার এই আসনটির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।

রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশিদ হারুনকে প্রার্থিতা ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ও লেখা পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন নেতাকর্মীরা। এবং সেই সাথে মিলেমিশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার কথাও বলছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow