রাষ্ট্রীয় শোকেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, যা জানাল অধিদপ্তর

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর ও ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময়ে শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রাষ্ট্রীয় শোকের কারণে পরীক্ষার আয়োজনে কোনো বাধা নেই।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সে কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।  তিনি বলেন, আগামী ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। অনেক পেজ ও আইডি থেকে দাবি করা হয়েছিল যে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব গুজবকে ভিত্তিহীন

রাষ্ট্রীয় শোকেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, যা জানাল অধিদপ্তর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর ও ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময়ে শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রাষ্ট্রীয় শোকের কারণে পরীক্ষার আয়োজনে কোনো বাধা নেই।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানোর বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সে কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।  তিনি বলেন, আগামী ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। অনেক পেজ ও আইডি থেকে দাবি করা হয়েছিল যে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব গুজবকে ভিত্তিহীন বলে খণ্ডন করেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত শনিবার (২৭ ডিসেম্বর) থেকে প্রবেশপত্র ডাউনলোডের ব্যবস্থা শুরু হয়েছে। জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছিল। শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরপরই শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে বলে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয়। এর প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষাটি নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রার্থীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow