রোনালদোর প্রতি ‘দয়া’ দেখাল ফিফা, পেলেন সুখবর
এরই মধ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে পর্তুগালের। রেকর্ড ষষ্ঠবার বিশ্বমঞ্চে খেলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় বিশ্বকাপে শুরুর দিকে তাকে না পাওয়ার শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত নমনীয় হয়ে রোনালদোকে সুখবর দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আয়ারল্যান্ড ম্যাচে দারা ও'শের পিঠে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন রোনালদো। শুরুতে সহিংস আচরণের জন্য তিন ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল তাকে। তবে ফিফা শাস্তি পর্যালোচনা করে তার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে এক বছরের জন্য। ফলে তিন ম্যাচের বদলে কেবল এক ম্যাচের শাস্তি বহাল থাকে রোনালদোর, যা এরই মধ্যে মিস করেছেন তিনি। ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে খেলতে পারেননি এ তারকা ফুটবলার। জাতীয় দলের জার্সিতে ২২৬ ম্যাচ খেলে কেবল একটি লাল কার্ড দেখেছেন রোনালদো। এ পরিসংখ্যানই প্রমাণ করে, ফুটবল মাঠে কতটা সুশৃঙ্খল থাকেন তিনি। আর এ বিষয়টিকেই গুরুত্ব দিয়ে তার প্রতি ‘দয়া’ দেখিয়েছে ফিফা। এক বিবৃতিতে ফিফা জানায়, পরীক্ষাকালীন সময়ে যদি রোনালদো একই ধরনের অপরাধ করে তাহলে স
এরই মধ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে পর্তুগালের। রেকর্ড ষষ্ঠবার বিশ্বমঞ্চে খেলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় বিশ্বকাপে শুরুর দিকে তাকে না পাওয়ার শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত নমনীয় হয়ে রোনালদোকে সুখবর দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আয়ারল্যান্ড ম্যাচে দারা ও'শের পিঠে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন রোনালদো। শুরুতে সহিংস আচরণের জন্য তিন ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল তাকে। তবে ফিফা শাস্তি পর্যালোচনা করে তার দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে এক বছরের জন্য। ফলে তিন ম্যাচের বদলে কেবল এক ম্যাচের শাস্তি বহাল থাকে রোনালদোর, যা এরই মধ্যে মিস করেছেন তিনি। ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে খেলতে পারেননি এ তারকা ফুটবলার।
জাতীয় দলের জার্সিতে ২২৬ ম্যাচ খেলে কেবল একটি লাল কার্ড দেখেছেন রোনালদো। এ পরিসংখ্যানই প্রমাণ করে, ফুটবল মাঠে কতটা সুশৃঙ্খল থাকেন তিনি। আর এ বিষয়টিকেই গুরুত্ব দিয়ে তার প্রতি ‘দয়া’ দেখিয়েছে ফিফা।
এক বিবৃতিতে ফিফা জানায়, পরীক্ষাকালীন সময়ে যদি রোনালদো একই ধরনের অপরাধ করে তাহলে স্থগিত হওয়া শাস্তি সঙ্গে সঙ্গে কার্যকর হবে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞাও তাকে ভোগ করতে হবে।
তবে আপাতত আগামী বছরের বিশ্বকাপে কোনো ম্যাচে বাইরে থাকতে হচ্ছে না পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোকে।
What's Your Reaction?