রৌমারীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি 

নিয়োগবিধি ও নীতিমালা প্রণয়নের দাবিতে রৌমারীতে পরিবার পরিকল্পনা কর্মচারী পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) পরিবার পরিকল্পনা মাঠকর্মী অ্যাসোসিয়েশনের আহ্বানে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালান করে তারা। অবস্থান কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশন, পরিবার কল্যাণ সহকারী সমিতি এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সদস্যরা অংশ নেন। বক্তারা বলেন, ২৬ বছর ধরে একই পদে চাকরি করলেও তাদের কোনো নিয়োগবিধি নেই, নেই পদোন্নতি বা গ্রেড পরিবর্তন। অথচ অন্যান্য দপ্তরের কর্মীরা নিয়মিত পদোন্নতি পান ফলে পরিবার পরিকল্পনা মাঠকর্মীরা বৈষম্যের শিকার হচ্ছেন। আন্দোলনকারীরা দাবি করেন, নিয়োগবিধি দ্রুত চূড়ান্ত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং তারা কর্মস্থলে ফিরবেন না। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আসন্ন সেবা সপ্তাহের কার্যক্রম ও বর্জনের ঘোষণা দেন তারা। পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের দাবি, দীর্ঘদিনের বৈষম্য দূর করে সুস্পষ্ট নিয়োগবিধি প্রণয়ন তাদের একমাত্র প্রত্যাশা। দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে সতর্ক

রৌমারীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি 

নিয়োগবিধি ও নীতিমালা প্রণয়নের দাবিতে রৌমারীতে পরিবার পরিকল্পনা কর্মচারী পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) পরিবার পরিকল্পনা মাঠকর্মী অ্যাসোসিয়েশনের আহ্বানে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালান করে তারা। অবস্থান কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশন, পরিবার কল্যাণ সহকারী সমিতি এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির সদস্যরা অংশ নেন।

বক্তারা বলেন, ২৬ বছর ধরে একই পদে চাকরি করলেও তাদের কোনো নিয়োগবিধি নেই, নেই পদোন্নতি বা গ্রেড পরিবর্তন। অথচ অন্যান্য দপ্তরের কর্মীরা নিয়মিত পদোন্নতি পান ফলে পরিবার পরিকল্পনা মাঠকর্মীরা বৈষম্যের শিকার হচ্ছেন। আন্দোলনকারীরা দাবি করেন, নিয়োগবিধি দ্রুত চূড়ান্ত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং তারা কর্মস্থলে ফিরবেন না। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আসন্ন সেবা সপ্তাহের কার্যক্রম ও বর্জনের ঘোষণা দেন তারা।

পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের দাবি, দীর্ঘদিনের বৈষম্য দূর করে সুস্পষ্ট নিয়োগবিধি প্রণয়ন তাদের একমাত্র প্রত্যাশা। দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে সতর্ক করেছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow