শিক্ষিকা স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী কারাগারে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিক্ষিকা স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে শিক্ষক স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ নভেম্বর) জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে গেলে বিচারক তাকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর আদেশ দেন।  অভিযুক্ত দ্বিপক দাশ কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মামলার সূত্রে জানা যায়, চলতি বছর বন্যা রানী দাশ জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, স্বামী দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। ভুক্তভোগী রসুলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্যা রানী দাশ বলেন, ‘আমি সঠিক বিচার পেয়েছি। আমার ওপর বহু নির্যাতন করা হয়েছে। আমার সন্তান নষ্ট হয়েছে। আদালত আমাকে ন্যায়বিচার দিয়েছেন।’ এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অসিত দাশ কালবেলাকে বলেন, ‘আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটি ন্যায়বিচারের সঠিক প্রতিফলন।’

শিক্ষিকা স্ত্রীর মামলায় শিক্ষক স্বামী কারাগারে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিক্ষিকা স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে শিক্ষক স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ নভেম্বর) জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে গেলে বিচারক তাকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

অভিযুক্ত দ্বিপক দাশ কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার সূত্রে জানা যায়, চলতি বছর বন্যা রানী দাশ জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, স্বামী দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

ভুক্তভোগী রসুলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্যা রানী দাশ বলেন, ‘আমি সঠিক বিচার পেয়েছি। আমার ওপর বহু নির্যাতন করা হয়েছে। আমার সন্তান নষ্ট হয়েছে। আদালত আমাকে ন্যায়বিচার দিয়েছেন।’

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অসিত দাশ কালবেলাকে বলেন, ‘আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটি ন্যায়বিচারের সঠিক প্রতিফলন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow