শীতার্ত মানুষের পাশে মানবিক সহায়তা
শীতের তীব্রতা উপেক্ষা করে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে সাভারে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার রাজাসন স্কুল মাঠে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কম্বল বিতরণ কর্মসূচিটির আয়োজন করেন সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মোশারফ হোসেন মোল্লা। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাভার পৌরসভার বয়স ৩৪ বছর হলেও নাগরিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা আজও পুরোপুরি নিশ্চিত হয়নি। দীর্ঘদিন ধরে পৌরবাসী ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়ে আছে। তিনি বলেন, সাভার পৌরসভার নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে পৌর এলাকার প্রতিটি রাস্তার উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য সমাজ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বক্তব্যের
শীতের তীব্রতা উপেক্ষা করে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে সাভারে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার রাজাসন স্কুল মাঠে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ কর্মসূচিটির আয়োজন করেন সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মোশারফ হোসেন মোল্লা। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাভার পৌরসভার বয়স ৩৪ বছর হলেও নাগরিকদের প্রাপ্য সুযোগ-সুবিধা আজও পুরোপুরি নিশ্চিত হয়নি। দীর্ঘদিন ধরে পৌরবাসী ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়ে আছে।
তিনি বলেন, সাভার পৌরসভার নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার। নির্বাচিত হলে পৌর এলাকার প্রতিটি রাস্তার উন্নয়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য সমাজ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ভোটারদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের ভবিষ্যৎ রক্ষার প্রতীক। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি ন্যায্য ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন মদবর, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
What's Your Reaction?