কিশোর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার

হলিউডের ঝলমলে মঞ্চে যেন এক মুহূর্তেই থমকে গেল সময়। চকচকে আলো, উচ্ছ্বসিত করতালি আর বিস্ময়ে ভরা দৃষ্টি সবকিছুকে ছাপিয়ে ইতিহাস লিখে ফেললেন এক কিশোর। এমির পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চেও নিজের নাম স্বর্ণাক্ষরে তুলে ধরলেন মাত্র ১৬ বছর বয়সী ওয়েন কুপার। জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতা (টেলিভিশন) পুরস্কার জিতে বিশ্ব বিনোদন অঙ্গনে আলোড়ন তুলে দিলেন এই তরুণ তারকা। সোমবার (১২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সেখানে টেলিভিশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করে নজির গড়েন এই তারকা।  তবে গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা, এর আগে ১৯৮০ সালে মাত্র ৯ বছর বয়সে ‘দ্য চ্যাম্প’ সিনেমার জন্য রিকি শ্রোডার পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন। তবে সহ-অভিনেতার ক্যাটাগরিতে ওয়েনই এখন বিশ্বের কনিষ্ঠতম বিজয়ী। পুরস্কার হাতে আবেগাপ্লুত ওয়েন কুপার মঞ্চেই স্মরণ করেন তার ফেলে আসা দিনগুলোর কথা। দর্শক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে তিনি ব

কিশোর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার

হলিউডের ঝলমলে মঞ্চে যেন এক মুহূর্তেই থমকে গেল সময়। চকচকে আলো, উচ্ছ্বসিত করতালি আর বিস্ময়ে ভরা দৃষ্টি সবকিছুকে ছাপিয়ে ইতিহাস লিখে ফেললেন এক কিশোর। এমির পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চেও নিজের নাম স্বর্ণাক্ষরে তুলে ধরলেন মাত্র ১৬ বছর বয়সী ওয়েন কুপার। জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতা (টেলিভিশন) পুরস্কার জিতে বিশ্ব বিনোদন অঙ্গনে আলোড়ন তুলে দিলেন এই তরুণ তারকা।

সোমবার (১২ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সেখানে টেলিভিশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করে নজির গড়েন এই তারকা। 

তবে গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা, এর আগে ১৯৮০ সালে মাত্র ৯ বছর বয়সে ‘দ্য চ্যাম্প’ সিনেমার জন্য রিকি শ্রোডার পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন। তবে সহ-অভিনেতার ক্যাটাগরিতে ওয়েনই এখন বিশ্বের কনিষ্ঠতম বিজয়ী।

পুরস্কার হাতে আবেগাপ্লুত ওয়েন কুপার মঞ্চেই স্মরণ করেন তার ফেলে আসা দিনগুলোর কথা। দর্শক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি ও আমার পরিবার এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। যারা আমাদের এই যাত্রায় পাশে ছিলেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘স্কুলের ড্রামা ক্লাসে আমিই ছিলাম একমাত্র ছেলে। বিষয়টি তখন বেশ বিব্রতকর মনে হতো আমার কাছে। কিন্তু আজ সেই সহকর্মীদের কাছ থেকেই আমি প্রতিনিয়ত শিখছি।’

উল্লেখ্য, নেটফ্লিক্সের আলোচিত লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ ‘জেমি মিলার’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন ওয়েন। সিরিজটি কেবল আওয়েনকে পুরস্কারই এনে দেয়নি, সেরা লিমিটেড সিরিজ হিসেবেও গোল্ডেন গ্লোব জয় করেছে। 
এর আগে এই একই চরিত্রের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডসও নিজের ঝুলিতে ভরেছিলেন তিনি।

এদিকে চলতি বছরে ওয়েন ইতোমধ্যেই ‘ফিল্ম ক্লাব’ এবং ‘উদারিং হাইটস’-এর মতো বড় প্রজেক্টে কাজ শুরু করেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow