শীতের সঙ্গে স্বস্তি ফিরেছে সবজির বাজারে
রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে শীতকালীন শাকসবজি। এবার শীতের সঙ্গে পাল্লা দিয়ে কমছে সবজির দাম। তবে চড়া রয়েছে মাছ বাজার। শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কলমিলতা ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আগের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ। আজকের বাজারে মাঝারি আকারের ফুলকপি প্রতি পিস ২০ থেকে ৩০ টাকা, বাঁধাকপি প্রতিপিস ৩০ টাকা এবং বেগুন প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠা ১৫ টাকা, ও ঝিঙা প্রতি কেজি ৫০ টাকা। এ ছাড়া বরবটি প্রতি কেজি ৮০ টাকা, মুলা ও শালগম প্রতি কেজি ৪০ টাকা করে, খিরা ও শিম প্রতি কেজি ৫০ টাকা। মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকা এবং কাঁচা টমেটো প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতিপিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ২০ টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া আজকের বাজারে তেলাপিয়া মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা এবং
রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে শীতকালীন শাকসবজি। এবার শীতের সঙ্গে পাল্লা দিয়ে কমছে সবজির দাম। তবে চড়া রয়েছে মাছ বাজার।
শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কলমিলতা ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আগের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ।
আজকের বাজারে মাঝারি আকারের ফুলকপি প্রতি পিস ২০ থেকে ৩০ টাকা, বাঁধাকপি প্রতিপিস ৩০ টাকা এবং বেগুন প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠা ১৫ টাকা, ও ঝিঙা প্রতি কেজি ৫০ টাকা।
এ ছাড়া বরবটি প্রতি কেজি ৮০ টাকা, মুলা ও শালগম প্রতি কেজি ৪০ টাকা করে, খিরা ও শিম প্রতি কেজি ৫০ টাকা। মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকা এবং কাঁচা টমেটো প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
লাউ প্রতিপিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ২০ টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
এ ছাড়া আজকের বাজারে তেলাপিয়া মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা এবং মাঝারি আকারের রুই মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, চাষের শিং মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা এবং পাঙাশ মাছ প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শোল মাছ প্রতি কেজি ৮০০ টাকা, টেংড়া মাছ প্রতি কেজি ৫০০ থেকে ৬৫০ টাকা এবং বড় চিংড়ি মাছ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
তবে স্বস্তি রয়েছে মাংসের বাজারে। এদিন ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালি প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতারা বলছেন, দীর্ঘদিন ধরে সবজির দাম খুবই বাড়তি ছিল। সেই তুলনায় এখন সবজির দাম কিছুটা কমেছে।
আর বিক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে বেশিরভাগ সবজি কম দামে বিক্রি হচ্ছে। শীত মৌসুমে সবজির সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলকভাবে নিচে নেমেছে। ফলে প্রায় সব ধরনের সবজির দামই এখন কম। তবে টানা কয়েক দিনের বৃষ্টির কারণে ফসল ও চারা ক্ষতিগ্রস্ত হওয়ায় ফলন কিছুটা কমেছে। এই ক্ষতি না হলে উৎপাদন আরও বেশি হতো এবং বাজারে সবজির দাম আরও কম হতে পারত।
What's Your Reaction?