শীতে রুম হিটার কেনার সময় কী কী খেয়াল করবেন

শীত এলেই ঘর গরম রাখতে অনেকেই রুম হিটারের ওপর নির্ভর করেন। তবে বাজারে নানা ধরনের রুম হিটার থাকায় সঠিকটি বেছে নেওয়া অনেক সময় বিভ্রান্তিকর হয়ে ওঠে। ভুল হিটার কিনলে যেমন বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে, তেমনি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে। তাই রুম হিটার কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি। ১. রুমের আকার অনুযায়ী হিটার নির্বাচনরুম হিটার কেনার আগে সবার আগে দেখতে হবে আপনার ঘরের আয়তন কতটা। ছোট ঘরের জন্য কম ওয়াটের হিটার যথেষ্ট হলেও বড় ঘরের জন্য বেশি ক্ষমতাসম্পন্ন হিটার প্রয়োজন। ছোট ঘরে বেশি শক্তির হিটার ব্যবহার করলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ হবে, আবার বড় ঘরে কম ক্ষমতার হিটার কার্যকর হবে না। ২. হিটারের ধরনবর্তমানে বাজারে মূলত তিন ধরনের রুম হিটার বেশি প্রচলিত ফ্যান হিটার, অয়েল-ফিল্ড রেডিয়েটর এবং কার্বন বা হ্যালোজেন হিটার। ফ্যান হিটার দ্রুত ঘর গরম করে, তবে বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি। অয়েল-ফিল্ড রেডিয়েটর ধীরে গরম হলেও দীর্ঘ সময় তাপ ধরে রাখে এবং নিরাপদ। হ্যালোজেন বা কার্বন হিটার নির্দিষ্ট জায়গা গরম রাখতে ভালো কাজ করে। ৩. বিদ্যুৎ খরচ ও এনার্জি এফিশিয়েন্সিরুম হিটার নিয়মিত ব্যবহার করলে বিদ্যুৎ বিল অনেক

শীতে রুম হিটার কেনার সময় কী কী খেয়াল করবেন

শীত এলেই ঘর গরম রাখতে অনেকেই রুম হিটারের ওপর নির্ভর করেন। তবে বাজারে নানা ধরনের রুম হিটার থাকায় সঠিকটি বেছে নেওয়া অনেক সময় বিভ্রান্তিকর হয়ে ওঠে। ভুল হিটার কিনলে যেমন বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে, তেমনি নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে। তাই রুম হিটার কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি।

১. রুমের আকার অনুযায়ী হিটার নির্বাচন
রুম হিটার কেনার আগে সবার আগে দেখতে হবে আপনার ঘরের আয়তন কতটা। ছোট ঘরের জন্য কম ওয়াটের হিটার যথেষ্ট হলেও বড় ঘরের জন্য বেশি ক্ষমতাসম্পন্ন হিটার প্রয়োজন। ছোট ঘরে বেশি শক্তির হিটার ব্যবহার করলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ হবে, আবার বড় ঘরে কম ক্ষমতার হিটার কার্যকর হবে না।

২. হিটারের ধরন
বর্তমানে বাজারে মূলত তিন ধরনের রুম হিটার বেশি প্রচলিত ফ্যান হিটার, অয়েল-ফিল্ড রেডিয়েটর এবং কার্বন বা হ্যালোজেন হিটার। ফ্যান হিটার দ্রুত ঘর গরম করে, তবে বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি। অয়েল-ফিল্ড রেডিয়েটর ধীরে গরম হলেও দীর্ঘ সময় তাপ ধরে রাখে এবং নিরাপদ। হ্যালোজেন বা কার্বন হিটার নির্দিষ্ট জায়গা গরম রাখতে ভালো কাজ করে।

৩. বিদ্যুৎ খরচ ও এনার্জি এফিশিয়েন্সি
রুম হিটার নিয়মিত ব্যবহার করলে বিদ্যুৎ বিল অনেক বেড়ে যেতে পারে। তাই কেনার সময় অবশ্যই হিটারের ওয়াটেজ এবং এনার্জি সাশ্রয়ী প্রযুক্তি আছে কি না, তা দেখে নেওয়া উচিত। থার্মোস্ট্যাট কন্ট্রোল থাকলে প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়, ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়।

৪. নিরাপত্তা ফিচার
রুম হিটার ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হিটারে ওভারহিট প্রোটেকশন, টিপ-ওভার সুইচ (পড়ে গেলে নিজে থেকে বন্ধ হয়ে যাওয়া) এবং চাইল্ড সেফটি ফিচার আছে কি না, তা অবশ্যই যাচাই করা উচিত। বিশেষ করে শিশু বা বয়স্ক মানুষ থাকলে এই বিষয়গুলো অত্যন্ত জরুরি।

৫. শব্দের মাত্রা
অনেক হিটার চালু অবস্থায় বেশি শব্দ করে, যা বিরক্তিকর হতে পারে। বিশেষ করে রাতে ঘুমানোর সময় বা পড়াশোনার ঘরে ব্যবহার করলে কম শব্দের হিটার বেছে নেওয়াই ভালো।

৬. বহন ও ব্যবহার সুবিধা
হিটারটি এক ঘর থেকে আরেক ঘরে নেওয়ার প্রয়োজন হলে ওজন ও হ্যান্ডেল আছে কি না, সেটিও বিবেচনায় রাখা দরকার। পাশাপাশি টাইমার, রিমোট কন্ট্রোল বা মাল্টিপল হিট সেটিংস থাকলে ব্যবহার আরও সহজ হয়।

৭. ব্র্যান্ড ও ওয়ারেন্টি
বিশ্বস্ত ব্র্যান্ডের রুম হিটার কিনলে গুণগত মান ও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা কম থাকে। পাশাপাশি কমপক্ষে এক বছরের ওয়ারেন্টি থাকলে ভবিষ্যতে যেকোনো সমস্যায় সুবিধা পাওয়া যায়।

৮. বাজেট ও প্রয়োজনের ভারসাম্য
সবচেয়ে দামি হিটারই যে আপনার জন্য সেরা হবে, তা নয়। আপনার প্রয়োজন, ঘরের আকার এবং ব্যবহারের সময় অনুযায়ী বাজেট ঠিক করে সেই অনুযায়ী হিটার নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন
যেসব লক্ষণে বুঝবেন গিজার বদলানোর সময় হয়েছে
শীতে হিটার ছাড়াই ঘর গরম রাখতে পারবেন যেভাবে

কেএসকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow