শুটারগানসহ তৌহিদুল গ্রেপ্তার
গোপালগঞ্জ সদর উপজেলায় শুটারগানসহ তৌহিদুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে, দেশীয় ওয়ান শুটারগান তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন কালবেলাকে বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি অভিযান চালিয়ে তৌহিদুলকে একটি শুটারগানসহ গ্রেপ্তার করা হয়েছে। তৌহিদুলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালগঞ্জ সদর উপজেলায় শুটারগানসহ তৌহিদুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে, দেশীয় ওয়ান শুটারগান তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন কালবেলাকে বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি অভিযান চালিয়ে তৌহিদুলকে একটি শুটারগানসহ গ্রেপ্তার করা হয়েছে। তৌহিদুলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?