শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
বগুড়ার শেরপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সাত্তার (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০ টায় শেরপুর-নন্দীগ্রাম সীমান্তবর্তী ভাদাই ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। তিনি নন্দীগ্রাম উপজেলার বুরইল ইউনিয়নের সোহাগীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, শেরপুর উপজেলার দুবলাগাড়ি এলাকার তিন যুবক মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে নন্দীগ্রামের দিকে যায়। কিছুক্ষণ পর তারা মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রাম থেকে শেরপুরের দিকে ফেরার সময় ভাদাই ব্রিজ পার হয়ে পথচারি আব্দুস ছাত্তারকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার শেরপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সাত্তার (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০ টায় শেরপুর-নন্দীগ্রাম সীমান্তবর্তী ভাদাই ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
তিনি নন্দীগ্রাম উপজেলার বুরইল ইউনিয়নের সোহাগীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, শেরপুর উপজেলার দুবলাগাড়ি এলাকার তিন যুবক মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে নন্দীগ্রামের দিকে যায়। কিছুক্ষণ পর তারা মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রাম থেকে শেরপুরের দিকে ফেরার সময় ভাদাই ব্রিজ পার হয়ে পথচারি আব্দুস ছাত্তারকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?