শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

শ্রমিকদের জীবনমান উন্নয়নে ভাসানী শ্রমিক পার্টি ঘোষিত পাঁচ দফা অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী শ্রমিক পার্টির উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান। শেখ বাবলু বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সাম্রাজ্যবাদবিরোধী লড়াই সংগ্রামের মহানায়ক। তিনি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন। মওলানা ভাসানীর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে ভাসানী শ্রমিক পার্টি ঘোষিত পাঁচ দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।  পাঁচ দফা তুলে ধরে তিনি বলেন, সকল শ্রমিকের জন্য ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি ঘোষণা করতে  হবে। বন্ধ গার্মেন্টসসহ সকল কলকারখানা দ্রুত চালু করতে হবে। সকল শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। শ্রমিকদের বিনা পয়সায় চিকিৎসার জন্য শ্রমিক হাসপাতাল নির্মাণ করতে হবে।রিকশা-ভ্যান-অটো রিকশা শ্রমিকদের খাদ্য নিরাপত্তা না দিয়ে রোড থেক

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

শ্রমিকদের জীবনমান উন্নয়নে ভাসানী শ্রমিক পার্টি ঘোষিত পাঁচ দফা অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

শুক্রবার (২১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী শ্রমিক পার্টির উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান।

শেখ বাবলু বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা আবদুল হামিদ খান ভাসানী সাম্রাজ্যবাদবিরোধী লড়াই সংগ্রামের মহানায়ক। তিনি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন। মওলানা ভাসানীর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে ভাসানী শ্রমিক পার্টি ঘোষিত পাঁচ দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। 

পাঁচ দফা তুলে ধরে তিনি বলেন, সকল শ্রমিকের জন্য ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি ঘোষণা করতে  হবে। বন্ধ গার্মেন্টসসহ সকল কলকারখানা দ্রুত চালু করতে হবে। সকল শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। শ্রমিকদের বিনা পয়সায় চিকিৎসার জন্য শ্রমিক হাসপাতাল নির্মাণ করতে হবে।রিকশা-ভ্যান-অটো রিকশা শ্রমিকদের খাদ্য নিরাপত্তা না দিয়ে রোড থেকে গাড়ি ধরা যাবে না। 

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যু দিবসকে 'জাতীয় দিবস' হিসেবে ঘোষণা করার দাবি জানান। এ সময় মওলানা ভাসানীর মৃত্যু দিবসকে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালন না করায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শেখ বাবলু বলেন, পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর সংগ্রামী জীবনকাহিনী গল্প আকারে  তুলে ধরতে হবে। 

তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ আট মাস জাতীয় ঐকমত্য কমিশন এবং ৩৩টি রাজনৈতিক দল মিলে 'জুলাই জাতীয় সনদ' তৈরি করা হয়েছে। এই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠিত হবে। তবে এই মুহূর্তে প্রয়োজন জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজন করা।

ভাসানী শ্রমিক পার্টির আহ্বায়ক বাবুল বিশ্বাসের সভাপতিত্বে এতে ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য বিলকিস খন্দকার, মোহাম্মদ আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম ফয়েজ হোসেন, ভাসানী জনশক্তি পার্টির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, কেন্দ্রীয় নেতা ওয়াসিম, কেন্দ্রীয় নেত্রী শাহানা,  ভাসানী রিকশা ভ্যান অটো শ্রমিক পার্টির সভাপতি রতন দেওয়ান, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow