সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে ছোট্ট সিনেমা ‘মা মনি’

কর্মজীবী নারীদের বাস্তব জীবনের নানা প্রতিকূলতা ও একজন মায়ের সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসার আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে ছোট্ট সিনেমা নাটক ‘মা মনি’। নাটকটিতে কর্মক্ষেত্রে একজন কর্মজীবী মায়ের লড়াই, সমাজের নানা চ্যালেঞ্জ এবং একই সঙ্গে সন্তানের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার হৃদয়স্পর্শী প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ছোট্ট সিনেমা ‘মা মনি’-তে ‘মা’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী এবং ‘মনি’ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন নুর। তাদের অভিনয়ে মা ও সন্তানের সম্পর্কের আবেগ ও গভীরতা আরও জীবন্ত হয়ে উঠেছে। নাটকটিতে রয়েছে দুটি মনোমুগ্ধকর গান। এর মধ্যে ‘দুই নয়নের মনি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা এবং অন্য গান ‘জীবন তরী’ গেয়েছেন জনপ্রিয় শিল্পী নিয়াজ মাখদুম। গান দুটি নাটকের গল্পকে আরও আবেগঘন ও হৃদয়স্পর্শী করে তুলেছে। ছোট্ট সিনেমা ‘মা মনি’-এর গল্প রচনা ও পরিচালনা করেছেন আশরাফ ব্যাকুল। নাটকটি সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টা থেকে Joy Entertainment (জয় এন্টারটেইনমেন্ট) ইউটিউব চ্যানেলে দর্শকদে

সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে ছোট্ট সিনেমা ‘মা মনি’

কর্মজীবী নারীদের বাস্তব জীবনের নানা প্রতিকূলতা ও একজন মায়ের সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসার আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে ছোট্ট সিনেমা নাটক ‘মা মনি’।

নাটকটিতে কর্মক্ষেত্রে একজন কর্মজীবী মায়ের লড়াই, সমাজের নানা চ্যালেঞ্জ এবং একই সঙ্গে সন্তানের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার হৃদয়স্পর্শী প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ছোট্ট সিনেমা ‘মা মনি’-তে ‘মা’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী এবং ‘মনি’ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন নুর। তাদের অভিনয়ে মা ও সন্তানের সম্পর্কের আবেগ ও গভীরতা আরও জীবন্ত হয়ে উঠেছে।

নাটকটিতে রয়েছে দুটি মনোমুগ্ধকর গান। এর মধ্যে ‘দুই নয়নের মনি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা এবং অন্য গান ‘জীবন তরী’ গেয়েছেন জনপ্রিয় শিল্পী নিয়াজ মাখদুম। গান দুটি নাটকের গল্পকে আরও আবেগঘন ও হৃদয়স্পর্শী করে তুলেছে।

ছোট্ট সিনেমা ‘মা মনি’-এর গল্প রচনা ও পরিচালনা করেছেন আশরাফ ব্যাকুল। নাটকটি সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টা থেকে Joy Entertainment (জয় এন্টারটেইনমেন্ট) ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

পারিবারিক আবেগ, সামাজিক বাস্তবতা ও মায়ের নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উপস্থাপনা হিসেবে ‘মা মনি’ দর্শকমহলে বিশেষ সাড়া ফেলবে বলে নির্মাতারা আশাবাদী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow