সরিষাবাড়ীতে বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপি প্রার্থীর গণসংযোগ

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রার্থীরা নির্বাচনী গণসংযোগ করেছেন। উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ, মোটরসাইকেল শোডাউন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উপজেলার সাতপোয়া উত্তরপাড়া গ্রামবাসীর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম। মোঃ আবুল হুসেন নাটু মৌলভীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) মোঃ আবুল হোসেন চাঁদ প্রমুখ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।সকালে উপজেলার ভাটারা বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রার নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আব্দুল আওয়াল। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুদ রানা দুলালসহ সংগঠনের নেতাকর্মীরা দাঁড়িপাল্লার মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন।অপরদিকে, জুলাই শহীদ রবিউ

সরিষাবাড়ীতে বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপি প্রার্থীর গণসংযোগ

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রার্থীরা নির্বাচনী গণসংযোগ করেছেন। উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ, মোটরসাইকেল শোডাউন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলার সাতপোয়া উত্তরপাড়া গ্রামবাসীর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি প্রার্থী মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম। মোঃ আবুল হুসেন নাটু মৌলভীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) মোঃ আবুল হোসেন চাঁদ প্রমুখ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।

সকালে উপজেলার ভাটারা বাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রার নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আব্দুল আওয়াল। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুদ রানা দুলালসহ সংগঠনের নেতাকর্মীরা দাঁড়িপাল্লার মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন।

অপরদিকে, জুলাই শহীদ রবিউল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে সরিষাবাড়ী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশী উপজেলার নাথের পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মোঃ জিয়াউর রহমান নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট, কুলপাল ও রেলওয়ে স্টেশনে এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের "শাপলা কলি" প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় এনসিপির জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আনোয়ারুর কবীর সোহাগ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম, জেলা যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, উপজেলা এনসিপির সদস্য রফিকুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ সহ জেলা ও উপজেলা এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সম্ভাব্য অপর প্রার্থী ডাঃ মোশাররফ হোসেন ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে উঠান বৈঠক করেছেন। বৈঠকে বিপুল সংখ্যক নারী-পুরুষসহ পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow