সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদযাপন নিয়ে সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ হারুনের সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (একাংশ)। সোমবার (১৭ নভেম্বর) রাতে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, পূজা হলো সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের আরাধনা তথা ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও প্রার্থনা নিবেদনের একটি রীতি ও বিশ্বাস। এটি শুধুমাত্র একটি আচার নয়, বরং এটি হিন্দুদের ধর্মীয় চরম বিশ্বাস ও আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। ‘পূজা’ শব্দটি সংস্কৃত ‘উপাসনা করা’ থেকে এসেছে। এর মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন। সাবেক এমপি হারুনুর রশিদ তার বক্তব্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সেই ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত করেছেন, যেটা ধর্মীয় অবমাননার শামিল। এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে জনমত গড়ে তুলে তাদের প্রত্যাখ্যান করতে হবে।  সংগঠনটির পক্ষ থেকে হারুনের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অনতিবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে দুর্বার আন্দ

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদযাপন নিয়ে সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ হারুনের সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (একাংশ)। সোমবার (১৭ নভেম্বর) রাতে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, পূজা হলো সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের আরাধনা তথা ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও প্রার্থনা নিবেদনের একটি রীতি ও বিশ্বাস। এটি শুধুমাত্র একটি আচার নয়, বরং এটি হিন্দুদের ধর্মীয় চরম বিশ্বাস ও আধ্যাত্মিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। ‘পূজা’ শব্দটি সংস্কৃত ‘উপাসনা করা’ থেকে এসেছে। এর মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রতি ভক্তি নিবেদন। সাবেক এমপি হারুনুর রশিদ তার বক্তব্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সেই ধর্মীয় বিশ্বাসের ওপর আঘাত করেছেন, যেটা ধর্মীয় অবমাননার শামিল। এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে জনমত গড়ে তুলে তাদের প্রত্যাখ্যান করতে হবে। 

সংগঠনটির পক্ষ থেকে হারুনের এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অনতিবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতা হিসেবে এ ধরনের বক্তব্য দেওয়ায় হারুনুর রশিদের বিরুদ্ধে দলীয় কঠোর-দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলটির হাইকমান্ডের প্রতিও জোর আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow