সিকিমে ট্রেকিংয়ে গিয়ে প্রাণ গেলো যুবকের
সিকিমে ট্রেকিংয়ে গিয়ে প্রাণ গেলো পশ্চিমবঙ্গের এক যুবকের। তার নাম সুমন দেবনাথ। বন্ধুদের সঙ্গে সিকিমের গোচালা গিরিপথের নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তার। ফলে মাঝপথেই তার মৃত্যু হয় ৩৮ বছর বয়সী এ যুবকের। সুমন উত্তর ২৪ পরগনা জেলার খরদহ থানার অন্তর্গত আগরপাড়ার ৪ নম্বর মহাজাতি নগরের বাসিন্দা। পরিবার জানিয়েছে, গত শুক্রবার (১৪ নভেম্বর) দুই বন্ধুসহ সিকিমে গোচালায় ট্রেকিংয়ে যান সুমন দেবনাথ। গত মঙ্গলবার রাতে বাড়িতে খবর আসে, ট্রেকিং করে নিচে নামার সময় অসুস্থবোধ করছিলেন সুমন। চিকিৎসার জন্য নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তার। সুমন দেবনাথের স্ত্রী সুনিতা দেবনাথ বলেন, সে বিভিন্ন জায়গায় ট্রেকিং করতে যেতো। তবে বাড়িতে সেভাবে কিছু জানাতো না। আমাকে শুধু এটুকু বলেছিল, সিকিমে ট্রেকিংয়ে যাবে। গত শুক্রবার সিকিমে গিয়েছিল। মঙ্গলবার রাতে ফোন আসে, সুমন আর নেই। আমাদের পরিবারের লোকেরা সিকিমের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ওখানে যাওয়ার পর বিস্তারিত জানতে পারবো। সুমন দেবনাথের বন্ধু সিদ্ধার্থ সেন জানিয়েছেন, সুমন পুরোপুরি সুস্থ ছিল। কোনো নেশা করতো না। আগেও অনেকবার পাহাড়ে ট্রেকিং
সিকিমে ট্রেকিংয়ে গিয়ে প্রাণ গেলো পশ্চিমবঙ্গের এক যুবকের। তার নাম সুমন দেবনাথ। বন্ধুদের সঙ্গে সিকিমের গোচালা গিরিপথের নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তার। ফলে মাঝপথেই তার মৃত্যু হয় ৩৮ বছর বয়সী এ যুবকের।
সুমন উত্তর ২৪ পরগনা জেলার খরদহ থানার অন্তর্গত আগরপাড়ার ৪ নম্বর মহাজাতি নগরের বাসিন্দা। পরিবার জানিয়েছে, গত শুক্রবার (১৪ নভেম্বর) দুই বন্ধুসহ সিকিমে গোচালায় ট্রেকিংয়ে যান সুমন দেবনাথ। গত মঙ্গলবার রাতে বাড়িতে খবর আসে, ট্রেকিং করে নিচে নামার সময় অসুস্থবোধ করছিলেন সুমন। চিকিৎসার জন্য নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তার।
সুমন দেবনাথের স্ত্রী সুনিতা দেবনাথ বলেন, সে বিভিন্ন জায়গায় ট্রেকিং করতে যেতো। তবে বাড়িতে সেভাবে কিছু জানাতো না। আমাকে শুধু এটুকু বলেছিল, সিকিমে ট্রেকিংয়ে যাবে। গত শুক্রবার সিকিমে গিয়েছিল। মঙ্গলবার রাতে ফোন আসে, সুমন আর নেই। আমাদের পরিবারের লোকেরা সিকিমের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ওখানে যাওয়ার পর বিস্তারিত জানতে পারবো।
সুমন দেবনাথের বন্ধু সিদ্ধার্থ সেন জানিয়েছেন, সুমন পুরোপুরি সুস্থ ছিল। কোনো নেশা করতো না। আগেও অনেকবার পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিল, কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যায় কোনোদিন পড়েনি। হঠাৎ কীভাবে এই ঘটনা ঘটলো তা বুঝতে পারছি না।
সুমন দেবনাথের আরেক বন্ধু বলেন, সুমনের সঙ্গে আমার ১৬ থেকে ১৭ বছরের বন্ধুত্ব। তখন থেকেই জানি ও ট্রেকিং করে। শারীরিকভাবেও পুরোপুরি সুস্থ ছিল। সিকিমের গোচালায় গিয়েছিল, এটার জন্য তার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমি শুনতে পেলাম, ওখান থেকে নামার সময় কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না এবং ওর সঙ্গে আরও দুজন ছিল, তারাও অসুস্থ হয়ে পড়েছে।
মঙ্গলবার এই খবর আসার পর থেকেই স্তব্ধ পরিবার। সুমন দেবনাথের পরিবারে রয়েছেন বৃদ্ধ বাবা-মা এবং তার স্ত্রী ও তিন বছরের একটি কন্যা।
ডিডি/কেএএ/
What's Your Reaction?