সিরিয়ায় আসাদের পতনের পর ২১ অভিযান মার্কিন জোটের

সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় গত এক বছরে ২১টি সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশন। শুক্রবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)। খবর শাফাক নিউজের। এসওএইচআর জানায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের পতনের পর এসব অভিযান চালানো হয়। এতে মোট ২৯ জনকে টার্গেট করা হয়েছে, যাদের মধ্যে একজন বেসামরিক নাগরিকও ছিলেন। অভিযানগুলোতে ড্রোন হামলা ও বিমান হামলা ব্যবহার করা হয়। মূল লক্ষ্য ছিল আইএসআইএস, হুরাস আল-দিন ও জয়শ আল-আকসার নেতা, সদস্য ও সহযোগীরা। দেইর ইজ-জোর, রাক্কা, ইদলিব, আলেপ্পো থেকে শুরু করে দামেস্কের গ্রামাঞ্চল পর্যন্ত এসব অভিযান বিস্তৃত ছিল। বেশিরভাগ টার্গেট ছিলেন সিনিয়র নেতা, সক্রিয় যোদ্ধা বা চরমপন্থি কার্যক্রমে জড়িত সন্দেহভাজন ব্যক্তি। এসওএইচআর জানিয়েছে, জিহাদিবাদী গোষ্ঠীগুলোর নেতৃত্ব ও লজিস্টিক্স দুর্বল করতেই গ্লোবাল কোয়ালিশনের এ সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

সিরিয়ায় আসাদের পতনের পর ২১ অভিযান মার্কিন জোটের

সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় গত এক বছরে ২১টি সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশন। শুক্রবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর)। খবর শাফাক নিউজের।

এসওএইচআর জানায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের পতনের পর এসব অভিযান চালানো হয়। এতে মোট ২৯ জনকে টার্গেট করা হয়েছে, যাদের মধ্যে একজন বেসামরিক নাগরিকও ছিলেন।

অভিযানগুলোতে ড্রোন হামলা ও বিমান হামলা ব্যবহার করা হয়। মূল লক্ষ্য ছিল আইএসআইএস, হুরাস আল-দিন ও জয়শ আল-আকসার নেতা, সদস্য ও সহযোগীরা।
দেইর ইজ-জোর, রাক্কা, ইদলিব, আলেপ্পো থেকে শুরু করে দামেস্কের গ্রামাঞ্চল পর্যন্ত এসব অভিযান বিস্তৃত ছিল। বেশিরভাগ টার্গেট ছিলেন সিনিয়র নেতা, সক্রিয় যোদ্ধা বা চরমপন্থি কার্যক্রমে জড়িত সন্দেহভাজন ব্যক্তি।

এসওএইচআর জানিয়েছে, জিহাদিবাদী গোষ্ঠীগুলোর নেতৃত্ব ও লজিস্টিক্স দুর্বল করতেই গ্লোবাল কোয়ালিশনের এ সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow