সিলেটে বিএনপির জনসভায় অসুস্থ হয়ে পড়েছেন ৪ নেতাকর্মী
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয় মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।
পরে ফায়ার সার্ভিস টিম ও বিএনপির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা তাদের উদ্ধার করে সমাবেশস্থলে জরুরি চিকিৎসাসেবা কেন্দ্রে পাঠান। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী বলে জানিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবকরা।
দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থলে নেতাকর্মীর ঢল নেমেছে। দলের চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে ও তার বক্তব্য শুনতে সিলেট জেলা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন। জনতার ঢল আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়িয়ে অন্তত দেড় কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে।
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয় মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।
পরে ফায়ার সার্ভিস টিম ও বিএনপির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা তাদের উদ্ধার করে সমাবেশস্থলে জরুরি চিকিৎসাসেবা কেন্দ্রে পাঠান। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী বলে জানিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবকরা।
দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থলে নেতাকর্মীর ঢল নেমেছে। দলের চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে ও তার বক্তব্য শুনতে সিলেট জেলা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন। জনতার ঢল আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়িয়ে অন্তত দেড় কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে।