সীমান্তে কোনো অপরাধী যেন পালাতে না পারে: সরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো অপরাধী বা সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করার জন্য বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী সীমান্ত পার করতে পারবে না, সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে।” জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির ভূমিকার প্রশংসা করে বলেন, “দেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকা অপরিসীম। সীমান্তে মাদকের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহযোগিতা করবে, তাদের ছাড় দেয়া হবে না।” তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে এবং সীমান্তে কোনো অপরাধী যেন পার হতে না পারে, সেদিকে কঠোর নজর দিতে হবে। এছাড়া, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন

সীমান্তে কোনো অপরাধী যেন পালাতে না পারে: সরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো অপরাধী বা সন্ত্রাসী পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করার জন্য বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, “বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী সীমান্ত পার করতে পারবে না, সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির ভূমিকার প্রশংসা করে বলেন, “দেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকা অপরিসীম। সীমান্তে মাদকের বিরুদ্ধে সব সময় প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহযোগিতা করবে, তাদের ছাড় দেয়া হবে না।”

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার পরিচয় দিতে হবে এবং সীমান্তে কোনো অপরাধী যেন পার হতে না পারে, সেদিকে কঠোর নজর দিতে হবে। এছাড়া, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতিও নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow