সুইফটের বিয়েতে এলাহী আয়োজন
বিশ্বের জনপ্রিয় পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বাগদানের পর থেকেই তাদের বিয়ে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করেছেন এই তারকা দম্পতি। ২০২৬ সালের ১৩ জুন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের সমুদ্রঘেঁষা বিলাসবহুল হোটেল ‘ওশান হাউস’-এ বসছে তাদের রাজকীয় বিয়ের আয়োজন। খবর: ডেইলি মেইল আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত ওশান হাউস বিশ্বজুড়ে অভিজাত আয়োজনের জন্য সুপরিচিত। হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিথিদের থাকার জন্য এখানে রুমপ্রতি খরচ পড়বে ৬০০ থেকে ৭৫৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ হাজার থেকে ৯০ হাজার টাকা। বিয়ের অনুষ্ঠানের জন্য ভেন্যুর বিভিন্ন অংশ ব্যবহারে আলাদা ভাড়া নির্ধারিত রয়েছে। বড় পরিসরের আয়োজনের জন্য ‘ইস্ট লন’ ভাড়া রাখা হয়েছে প্রায় ৩,৫০০ ডলার। সমুদ্রসৈকতে আয়োজন করতে চাইলে ‘বিচ’ ভেন্যুর ভাড়া ১৫ হাজার ডলার। এ ছাড়া ১৫০ জন ধারণক্ষমতার ‘সাউথ লন’ ভেন্যুর ভাড়া সিজন অনুযায়ী ৫,৫০০ থেকে ৬,৫০০ ডলার পর্যন্ত হতে পারে। খাবারের খরচও কম নয়। অতিথিপ্রতি ডিনারের প্লেটের মূল্য ৩৩৫ থেকে ৫৬৫ ডলার, অর্থাৎ প্রায় ৪০ হাজার থেকে ৬
বিশ্বের জনপ্রিয় পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বাগদানের পর থেকেই তাদের বিয়ে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করেছেন এই তারকা দম্পতি। ২০২৬ সালের ১৩ জুন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের সমুদ্রঘেঁষা বিলাসবহুল হোটেল ‘ওশান হাউস’-এ বসছে তাদের রাজকীয় বিয়ের আয়োজন। খবর: ডেইলি মেইল
আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত ওশান হাউস বিশ্বজুড়ে অভিজাত আয়োজনের জন্য সুপরিচিত। হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিথিদের থাকার জন্য এখানে রুমপ্রতি খরচ পড়বে ৬০০ থেকে ৭৫৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ হাজার থেকে ৯০ হাজার টাকা।
বিয়ের অনুষ্ঠানের জন্য ভেন্যুর বিভিন্ন অংশ ব্যবহারে আলাদা ভাড়া নির্ধারিত রয়েছে। বড় পরিসরের আয়োজনের জন্য ‘ইস্ট লন’ ভাড়া রাখা হয়েছে প্রায় ৩,৫০০ ডলার। সমুদ্রসৈকতে আয়োজন করতে চাইলে ‘বিচ’ ভেন্যুর ভাড়া ১৫ হাজার ডলার। এ ছাড়া ১৫০ জন ধারণক্ষমতার ‘সাউথ লন’ ভেন্যুর ভাড়া সিজন অনুযায়ী ৫,৫০০ থেকে ৬,৫০০ ডলার পর্যন্ত হতে পারে।
খাবারের খরচও কম নয়। অতিথিপ্রতি ডিনারের প্লেটের মূল্য ৩৩৫ থেকে ৫৬৫ ডলার, অর্থাৎ প্রায় ৪০ হাজার থেকে ৬৮ হাজার টাকা। পাশাপাশি অতিথিদের বিনোদনের জন্য থাকছে ব্যক্তিগত বোট ও ইয়ট ক্রুজ, স্পা, ইয়োগা সেশন ও ক্যাবানাসহ নানা বিলাসবহুল সুবিধা।
প্রথমদিকে টেলর সুইফটের নিজস্ব ম্যানশন ‘ওয়াচ হিল’-এ বিয়ের পরিকল্পনা থাকলেও, বিশাল অতিথি তালিকার কারণে সেই সিদ্ধান্ত বদলাতে হয়। ট্রাভিস কেলসির এনএফএল সতীর্থদের পাশাপাশি টেলরের ঘনিষ্ঠ বন্ধু সেলেনা গোমেজ, এড শিরানসহ বহু তারকার উপস্থিতি নিশ্চিত হওয়ায় অতিথিদের সংখ্যা বেড়ে যায়। ফলে শেষ পর্যন্ত ওশান হাউসকেই ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়।
গুঞ্জন রয়েছে, নির্ধারিত তারিখে ওশান হাউস আগে থেকেই অন্য এক গ্রাহকের নামে বুকিং ছিল। পরে টেলর সুইফট নিজের ১.৬ বিলিয়ন ডলারের সাম্রাজ্য থেকে বড় অঙ্কের অর্থ ব্যয় করে সেই বুকিং নিজের করে নেন। তবে ঠিক কত টাকায় এই চুক্তি হয়েছে, সে বিষয়ে হোটেল কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি। গ্রাহকদের গোপনীয়তার বিষয়ে তারা কঠোর অবস্থান নিয়েছে।
সংশ্লিষ্টদের ধারণা, যদি অতিথি সংখ্যা কমপক্ষে ২০০ জন হয়, তবে শুধু ডিনারের খরচই পড়বে ৬৭ হাজার থেকে ১ লাখ ১৩ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি ৩৫ লাখ টাকা। এর সঙ্গে ভেন্যু ভাড়া বাবদ যোগ হবে আরও ৩,৫০০ থেকে ১৫ হাজার ডলার।
এই প্রধান খরচগুলোর পাশাপাশি অতিথিদের থাকার ব্যবস্থা, ব্যক্তিগত বোট ক্রুজ, স্পা, বিনোদন, সাজসজ্জা ও ইভেন্ট ব্যবস্থাপনার ব্যয় যুক্ত হলে টেলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের মোট খরচ সহজেই কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে, ঘরোয়া বিয়ের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত টেলর ও ট্রাভিসের বিয়ে যে এক বিশাল ও জাঁকজমকপূর্ণ মহোৎসবে রূপ নিতে যাচ্ছে, তা এখন স্পষ্ট।
What's Your Reaction?