সুখবর দিলেন নাদিয়া

নতুন বছরের সূর্য উঠতেই ছোট পর্দার অঙ্গনে বয়ে এলো আনন্দের বার্তা। অভিনয়ের আলো ঝলমলে জগতের বাইরে নতুন এক জীবনের আলোয় উদ্ভাসিত হলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বছরের প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানের মা হতে যাওয়ার সুখবর জানিয়ে ভক্তদের আবেগে ভাসালেন তিনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে বেবি বাম্পের ফটোশুটের একটি ছবি শেয়ার করে সন্তান আগমনের আনন্দ ভাগ করে নেন নাদিয়া। তবে ঠিক কবে তিনি মা হয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি।  প্রকাশিত ছবির ক্যাপশনে নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।‘ কন্যার নাম জানিয়ে নাদিয়া লেখেন, “আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।”  উল্লেখ্য, দেড় দশকেরও বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে নিয়মিত অভিনয় করেছেন। চলচ্চিত

সুখবর দিলেন নাদিয়া

নতুন বছরের সূর্য উঠতেই ছোট পর্দার অঙ্গনে বয়ে এলো আনন্দের বার্তা। অভিনয়ের আলো ঝলমলে জগতের বাইরে নতুন এক জীবনের আলোয় উদ্ভাসিত হলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বছরের প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানের মা হতে যাওয়ার সুখবর জানিয়ে ভক্তদের আবেগে ভাসালেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে বেবি বাম্পের ফটোশুটের একটি ছবি শেয়ার করে সন্তান আগমনের আনন্দ ভাগ করে নেন নাদিয়া। তবে ঠিক কবে তিনি মা হয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি। 

প্রকাশিত ছবির ক্যাপশনে নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।‘

কন্যার নাম জানিয়ে নাদিয়া লেখেন, “আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।” 

উল্লেখ্য, দেড় দশকেরও বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে নিয়মিত অভিনয় করেছেন। চলচ্চিত্রেও তার উপস্থিতি রয়েছে। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি কলকাতার ‘সুনেত্রা সুন্দরম’ চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।

এদিকে ২০২৪ সালের ২১ জুন, সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমান আরাফাতও বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত। তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow