সুখবর পেলেন যুবদল নেতা

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহম্মেদ খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।  বুধবার (৩ ডিসেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে পাঠানো যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পত্রে ফয়সাল আহম্মেদ খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছেন। চিঠিতে বলা হয়, আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহম্মেদ খোকনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হলো। কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে পাঠানো যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের স্বাভাবিক কার্যক্রম আরও সুদৃঢ় করতে এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুয

সুখবর পেলেন যুবদল নেতা

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহম্মেদ খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে পাঠানো যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পত্রে ফয়সাল আহম্মেদ খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

চিঠিতে বলা হয়, আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহম্মেদ খোকনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হলো।

কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে পাঠানো যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের স্বাভাবিক কার্যক্রম আরও সুদৃঢ় করতে এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন জীবন তালুকদার বলেন, ফয়সাল আহম্মেদ খোকন একজন পরীক্ষিত নেতা। তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আমরা অত্যান্ত আনন্দিত। যুবদলের প্রতিটি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তিনি জেলা ও কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow