সুনামগঞ্জে পাইপগান, কার্তুজ ও রামদা উদ্ধার
র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে ১টি পাইপগান, থানা থেকে লুটকৃত ৩টি কার্তুজ এবং ১টি রামদা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলার ছাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের পুরাতন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুলার বাজার ইউনিয়নের পুরাতন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে তল্লাশী চালিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান, থানা হতে লুটকৃত শটগানের ৩টি কার্তুজ ও ১টি দেশীয় তৈরি রামদা উদ্ধার করে। র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এর সত্যতা নিশ্চিত করে তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে ১টি পাইপগান, থানা থেকে লুটকৃত ৩টি কার্তুজ এবং ১টি রামদা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জেলার ছাতক উপজেলার দুলারবাজার ইউনিয়নের পুরাতন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ থেকে উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুলার বাজার ইউনিয়নের পুরাতন সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে তল্লাশী চালিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি পাইপগান, থানা হতে লুটকৃত শটগানের ৩টি কার্তুজ ও ১টি দেশীয় তৈরি রামদা উদ্ধার করে।
র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এর সত্যতা নিশ্চিত করে তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?