সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই : বিভাগীয় কমিশনার

সুষ্ঠু, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। তিনি বলেছেন, ‘খেলাধুলাই আমাদের প্রাণ। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই।’ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, রাজশাহী কার্যালয়ের আয়োজনে ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, কর্মচারী কল্যাণ বোর্ড প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন করে আসছে, যেখানে কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা অংশগ্রহণের সুযোগ পান। ৩৭তম আসরটি আরও সুন্দর ও বর্ণাঢ্যভাবে আয়োজন করা হয়েছে দেখে সবারই ভালো লাগছে।  তিনি আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা যেন কেবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং খেলাকে খেলার দৃষ্টিতেই গ্রহণ করা হয়, যাতে কোনো ধরনের মতপার্থক্য বা বিভেদ সৃষ্টি না হয়। এখান থেকে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধন ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার পথ সুগম করবে বলেও তিনি উল্লেখ করেন। অতি

সুষ্ঠু সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই : বিভাগীয় কমিশনার
সুষ্ঠু, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। তিনি বলেছেন, ‘খেলাধুলাই আমাদের প্রাণ। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই।’ শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, রাজশাহী কার্যালয়ের আয়োজনে ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, কর্মচারী কল্যাণ বোর্ড প্রতি বছর নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন করে আসছে, যেখানে কর্মকর্তা-কর্মচারীদের সন্তানরা অংশগ্রহণের সুযোগ পান। ৩৭তম আসরটি আরও সুন্দর ও বর্ণাঢ্যভাবে আয়োজন করা হয়েছে দেখে সবারই ভালো লাগছে।  তিনি আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা যেন কেবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং খেলাকে খেলার দৃষ্টিতেই গ্রহণ করা হয়, যাতে কোনো ধরনের মতপার্থক্য বা বিভেদ সৃষ্টি না হয়। এখান থেকে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধন ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার পথ সুগম করবে বলেও তিনি উল্লেখ করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসনে, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন এবং কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মো. তারেক মাহমুদ। এ ছাড়া রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিভাগীয় কমিশনার বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের আট জেলা ও মহানগরীর সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানরা অংশ নেন। মোট ৩৭টি ইভেন্টে ৩০৬ জন প্রতিযোগী এবারের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow