সুড়ঙ্গ খুঁড়ে বের হচ্ছেন বাসিন্দারা, তুষারপাতে বিপর্যস্ত রাশিয়া

তীব্র তুষারপাতে বিপর্যস্ত রাশিয়া। দেশটির কামচাটকা উপদ্বীপে  তীব্র শীতকালীন ঝড়ে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রবল তুষারপাতের ফলে রাস্তা-ঘাট ও ঘরবাড়ি পুরু বরফে ঢেকে গেছে। পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরে বহুতল ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত বরফ জমে গেছে। এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (১৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  মস্কো টাইমসের খবরে বলা হয়েছে, শহরটিতে ছাদের ওপর থেকে বরফ পড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। বরফের নিচে চাপা পড়ে তারা প্রাণ হারিয়েছেন। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, ওখোৎস্ক সাগরে সৃষ্ট একাধিক নিম্নচাপ কামচাটকা ও আশপাশের এলাকায় আঘাত হেনেছে। এর ফলে প্রবল বাতাসের সঙ্গে রেকর্ড পরিমাণ তুষারপাত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম মৃত্যুর খবর পাওয়ার পরই পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কির মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ পুরো শহরে জরুরি অবস্থা ঘোষণা করেন। তুষার অপসারণে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম ব্যবহারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্ম

সুড়ঙ্গ খুঁড়ে বের হচ্ছেন বাসিন্দারা, তুষারপাতে বিপর্যস্ত রাশিয়া

তীব্র তুষারপাতে বিপর্যস্ত রাশিয়া। দেশটির কামচাটকা উপদ্বীপে  তীব্র শীতকালীন ঝড়ে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। প্রবল তুষারপাতের ফলে রাস্তা-ঘাট ও ঘরবাড়ি পুরু বরফে ঢেকে গেছে। পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরে বহুতল ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত বরফ জমে গেছে। এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (১৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মস্কো টাইমসের খবরে বলা হয়েছে, শহরটিতে ছাদের ওপর থেকে বরফ পড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। বরফের নিচে চাপা পড়ে তারা প্রাণ হারিয়েছেন। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, ওখোৎস্ক সাগরে সৃষ্ট একাধিক নিম্নচাপ কামচাটকা ও আশপাশের এলাকায় আঘাত হেনেছে। এর ফলে প্রবল বাতাসের সঙ্গে রেকর্ড পরিমাণ তুষারপাত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম মৃত্যুর খবর পাওয়ার পরই পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কির মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ পুরো শহরে জরুরি অবস্থা ঘোষণা করেন। তুষার অপসারণে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম ব্যবহারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা বিশাল বরফের স্তূপ খুঁড়ে বাড়ির ভেতরে আটকে পড়া বয়স্ক বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করছেন।

এনডিটিভি জানিয়েছে, টানা কয়েক দিনের ভারী তুষারপাত ও প্রবল বাতাসে কামচাটকার স্বাভাবিক জীবনযাত্রা প্রায় থেমে গেছে। রাজধানীতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, বন্ধ রয়েছে গণপরিবহন। অনেক আবাসিক এলাকা পুরোপুরি বরফে চাপা পড়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি ও ইয়েলিজোভস্কি জেলায় আরও ভারী তুষারপাত, কম দৃশ্যমানতা এবং ভেজা বরফ জমে বিপজ্জনক বরফস্তর তৈরি হতে পারে। পূর্ব দিক থেকে ঘণ্টায় ২৫ থেকে ৩০ মিটার বেগে বাতাস বইছে। তাপমাত্রা ০ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় রাস্তাঘাট অত্যন্ত পিচ্ছিল হয়ে উঠেছে।

মেয়র বেলিয়ায়েভ ভবন ব্যবস্থাপনা সংস্থাগুলোর সমালোচনা করে বলেন, তারা আগেভাগে ছাদ থেকে বরফ সরানোর উদ্যোগ নেয়নি, বরং ঝড় থেমে যাওয়ার অপেক্ষা করেছে।

কামচাটকার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী সের্গেই লেবেদেভ জানান, একতলা বাড়ির ছাদ থেকে বরফ পড়ে ৬৩ বছর বয়সী এক ব্যক্তি চাপা পড়েন। প্যারামেডিকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও সময়মতো সফল হননি। তিনি সবাইকে ছাদের ওপর জমে থাকা বড় বরফের স্তূপের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান, কারণ তাপমাত্রা বাড়ায় এখন ছাদ থেকে বরফ খসে পড়ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow