সৌদিতে ভারী বৃষ্টিতে ভূমিধস

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ভূমিধস হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার জন্য সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।  সোমবার (০৮ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাবুক অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর ভূমিধস হয়েছে। মাটির অস্থিতিশীলতার কারণে এই ধস নেমেছে বলে জানিয়েছে সৌদি জিওলজিক্যাল সার্ভে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই জরুরি সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা সংশ্লিষ্ট সড়কটি বন্ধ করে দিয়েছে। জনসাধারণের জীবন ও সম্পদের ক্ষতি এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ জরুরি ও উদ্ধারকর্মীরা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে মাটি ঢিলা হয়ে ধস নামলেও এ মুহূর্তে আর কোনো ভূমিধসের ঝুঁকি নেই। এলাকার নিকটবর্তী বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আপাতত ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে হবে। الانهيار الأرضي الذي حدث في #تبوك جاء بسبب خلخلة التربة وشدة الأمطار، وليس هناك مخاطر ل

সৌদিতে ভারী বৃষ্টিতে ভূমিধস

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ভূমিধস হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার জন্য সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। 

সোমবার (০৮ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাবুক অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর ভূমিধস হয়েছে। মাটির অস্থিতিশীলতার কারণে এই ধস নেমেছে বলে জানিয়েছে সৌদি জিওলজিক্যাল সার্ভে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই জরুরি সহায়তা দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা সংশ্লিষ্ট সড়কটি বন্ধ করে দিয়েছে। জনসাধারণের জীবন ও সম্পদের ক্ষতি এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ জরুরি ও উদ্ধারকর্মীরা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে মাটি ঢিলা হয়ে ধস নামলেও এ মুহূর্তে আর কোনো ভূমিধসের ঝুঁকি নেই। এলাকার নিকটবর্তী বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আপাতত ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow