সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে গেলেন কোহলি
ভারতের তো বটেই বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা তারকার নাম বিরাট কোহলি। যার নামের সাথে রেকর্ড শব্দটিও যেন সমার্থক। রোবববার সেই কোহলি নাম লেখালেন আরও এক কীর্তিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বরোদায় মাঠে নামতেই গুরুত্বপূর্ণ এক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের জার্সিতে ওয়ানডে ম্যাচে পঞ্চম ক্রিকেটার হিসেবে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। এদিন ভারতের হয়ে ৩০৯তম ওয়ানডে খেললেন বিরাট কোহলি। যেখানে সৌরভ গাঙ্গুলী তার ক্যারিয়ার শেষ করেছিলেন ৩০৮ ম্যাচে। এর ফলে ভারতের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় বিরাট কোহলির উপরে রয়েছেন মাত্র চার জন। তারা হলেন শচীন টেন্ডুলকার (৪৬৩), মহেন্দ্র সিং ধোনি (৩৪৭), রাহুল দ্রাবিড় (৩৪০) এবং মোহাম্মদ আজহারউদ্দিন (৩৩৪)। বিরাট কোহলির বর্তমান বয়স ৩৬। এখনও দুর্দান্ত ফিটনেস তার। পারফম্যান্সেও দারুণ ছন্দে রয়েছেন এই ব্যাটার। ফলে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা খুব দ্রুতই এই এলিক ক্লাবে আরও ওপরে উঠে যাবেন বিরাট কোহলি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে যতি তিনি খেলেন, তবে আজহারউদ্দি
ভারতের তো বটেই বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা তারকার নাম বিরাট কোহলি। যার নামের সাথে রেকর্ড শব্দটিও যেন সমার্থক। রোবববার সেই কোহলি নাম লেখালেন আরও এক কীর্তিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বরোদায় মাঠে নামতেই গুরুত্বপূর্ণ এক মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। ভারতের জার্সিতে ওয়ানডে ম্যাচে পঞ্চম ক্রিকেটার হিসেবে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। এদিন ভারতের হয়ে ৩০৯তম ওয়ানডে খেললেন বিরাট কোহলি। যেখানে সৌরভ গাঙ্গুলী তার ক্যারিয়ার শেষ করেছিলেন ৩০৮ ম্যাচে।
এর ফলে ভারতের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় বিরাট কোহলির উপরে রয়েছেন মাত্র চার জন। তারা হলেন শচীন টেন্ডুলকার (৪৬৩), মহেন্দ্র সিং ধোনি (৩৪৭), রাহুল দ্রাবিড় (৩৪০) এবং মোহাম্মদ আজহারউদ্দিন (৩৩৪)।
বিরাট কোহলির বর্তমান বয়স ৩৬। এখনও দুর্দান্ত ফিটনেস তার। পারফম্যান্সেও দারুণ ছন্দে রয়েছেন এই ব্যাটার। ফলে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা খুব দ্রুতই এই এলিক ক্লাবে আরও ওপরে উঠে যাবেন বিরাট কোহলি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে যতি তিনি খেলেন, তবে আজহারউদ্দিন এবং রাহুল দ্রাবিড়কেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোহলির।
আরও এক মাইলফলকও পেড়িয়ে গেছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে তার আন্তর্জাতিক রান ২৭,৯৭৫। ফলে ক্রিকেট ইতিহাসে সর্বকালের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হওয়ার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কেননা শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে (২৮,০১৬ রান) ছাড়িয়ে যেতে তার প্রয়োজন আর মাত্র ৪২ রান। ফলে স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরের জায়গাটিই দখল করে নিবেন ‘কিং’ কোহলি। রিপোর্ট লেখার সময় ৯৩ রানে আউট হয়ে সেই কীর্তিটি নিজের করে নিয়েছেন তিনি।
What's Your Reaction?