স্বনির্ভর জাতি গঠনে ফ্যামিলি, কৃষি,  স্বাস্থ্য ও শিক্ষা কার্ড দেয়া হবে: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি স্বনির্ভর জাতি হিসেবে গঠন করতে প্রতি পরিবারের নারীকে ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি, স্বাস্থ্য ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হতে পারবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামুল্যে এবং ন্যায্য মুল্যে সার ও বীজসহ অন্যান্য সরঞ্জামাদি পাবে। স্বাস্থ্যকার্ডের মাধ্যমে স্থানীয় হাসপাতালে বিনামুল্যে স্বাস্থ্যসেবা পাবে। আর বড় ধরনের অসুখ হলে বড় চিকিৎসকদের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা প্রধান করা হবে। আর শিক্ষা কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় সহায়তা প্রদান করা হবে। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার আগে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় চন্দ্রকোনা মাঠে গ্রামের নারী-পুরুষের সাথে চা-চক্রের আড্ডায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আপনাদের সাথে সরাসরি সাক্ষাতকার করতে পারিনি। সিরাজগঞ্জে আসলেও আমাকে বাসা থেকে বের হতে দেয়া হয়নি। আজ ১৭ বছর পর আপনাদের সাথে আলাপ-আলোচনা ও সুখ-দু:খ

স্বনির্ভর জাতি গঠনে ফ্যামিলি, কৃষি,  স্বাস্থ্য ও শিক্ষা কার্ড দেয়া হবে: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি স্বনির্ভর জাতি হিসেবে গঠন করতে প্রতি পরিবারের নারীকে ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি, স্বাস্থ্য ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হতে পারবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামুল্যে এবং ন্যায্য মুল্যে সার ও বীজসহ অন্যান্য সরঞ্জামাদি পাবে।

স্বাস্থ্যকার্ডের মাধ্যমে স্থানীয় হাসপাতালে বিনামুল্যে স্বাস্থ্যসেবা পাবে। আর বড় ধরনের অসুখ হলে বড় চিকিৎসকদের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা প্রধান করা হবে। আর শিক্ষা কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় সহায়তা প্রদান করা হবে।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার আগে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় চন্দ্রকোনা মাঠে গ্রামের নারী-পুরুষের সাথে চা-চক্রের আড্ডায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আপনাদের সাথে সরাসরি সাক্ষাতকার করতে পারিনি। সিরাজগঞ্জে আসলেও আমাকে বাসা থেকে বের হতে দেয়া হয়নি। আজ ১৭ বছর পর আপনাদের সাথে আলাপ-আলোচনা ও সুখ-দু:খের কথা বলে খুব ভাল লাগছে। এ সময় তিনি নির্বাচনী আচরনবিধি বিধান মিলে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। চায়ের আড্ডায় নারীরা বলেন, একটি দল তামিল করা নামে কোরআন সামনে রেখে নারীদের তাদের মার্কায় ভোট দেয়া প্রলোভন দেখাচ্ছে।

প্রতি উত্তরে তিনি বলেন, ধর্মের দোহাই দেয়া দলটি কর্মকান্ড নিয়ে নিজে সতর্ক হতে হবে এবং ধর্মভীরু নারীদেরকেও সতর্ক করতে হবে। এলাকাবাসী টুকুর কাছে এলাকার নানা সমস্যার কথা তুলে ধরলে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পর্যায়ক্রমে সব এলাকার সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে আশ্বাস প্রদান করেন।

চায়ের আড্ডা অনুষ্ঠানে সদর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সহ-সভাপতি, মকবুল হোসেন চৌধুরী, সদর থানার বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক মিলন সরকার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক আহবায়ক রেজাউল করিম রোকনী, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা যুবদলের সভাপতি আলামিন খান, সাধারন সম্পাদক মুরাদ্দুজ্জামান, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, থানা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, শহর যুবদলের সাধারন সম্পাদক আল-আমিন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow