হাতিরঝিলে অনুষ্ঠিত হলো ঢাকা মর্নিং ফেস্ট ২০২৬
ঢাকার নগরজীবনে ভোরের সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করতে আজ হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে RYZE প্রেজেন্টস ঢাকা মর্নিং ফেস্ট ২০২৬। ব্র্যান্ড সলিউশন লিমিটেড ও লিডারস ফোরাম বাংলাদেশের যৌথ আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই উৎসবটি সুস্থতা, বিনোদন ও সামাজিক সম্পৃক্ততার এক অনন্য মিলনক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে।
ফেস্টিভ্যালের প্রধান আকর্ষণ ছিল ৭.৫ কিমি মর্নিং রান, যেখানে বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক অংশগ্রহণকারী অংশ নেন। হাতিরঝিলের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভোরের পরিবেশে এই রান নগরবাসীর মধ্যে সুস্থ ও সক্রিয় জীবনধারার বার্তা পৌঁছে দেয়।
এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল RYZE, একটি এআই-চালিত ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড, যা বাংলাদেশের তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এআই হাব হিসেবে পরিচিত। প্রযুক্তির মাধ্যমে তরুণরা যেভাবে শেখে, সৃজনশীলতা প্রকাশ করে ও নিজেদের ভাবনা উপস্থাপন করে, সেই অভিজ্ঞতাকে RYZE নতুনভাবে রূপ দিচ্ছে তাদের এআই টুলস, কন্টেন্ট, মিউজিক, গেমস এবং অন্যান্য যুগোপযোগী সার্ভিসের মাধ্যমে।
রান শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে জড়ো হন, যেখানে আয়োজন করা হয় লাইভ মিউজিক সেশন। জনপ্রিয় শি
ঢাকার নগরজীবনে ভোরের সংস্কৃতিকে নতুনভাবে উপস্থাপন করতে আজ হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে RYZE প্রেজেন্টস ঢাকা মর্নিং ফেস্ট ২০২৬। ব্র্যান্ড সলিউশন লিমিটেড ও লিডারস ফোরাম বাংলাদেশের যৌথ আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই উৎসবটি সুস্থতা, বিনোদন ও সামাজিক সম্পৃক্ততার এক অনন্য মিলনক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে।
ফেস্টিভ্যালের প্রধান আকর্ষণ ছিল ৭.৫ কিমি মর্নিং রান, যেখানে বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক অংশগ্রহণকারী অংশ নেন। হাতিরঝিলের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ভোরের পরিবেশে এই রান নগরবাসীর মধ্যে সুস্থ ও সক্রিয় জীবনধারার বার্তা পৌঁছে দেয়।
এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল RYZE, একটি এআই-চালিত ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড, যা বাংলাদেশের তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এআই হাব হিসেবে পরিচিত। প্রযুক্তির মাধ্যমে তরুণরা যেভাবে শেখে, সৃজনশীলতা প্রকাশ করে ও নিজেদের ভাবনা উপস্থাপন করে, সেই অভিজ্ঞতাকে RYZE নতুনভাবে রূপ দিচ্ছে তাদের এআই টুলস, কন্টেন্ট, মিউজিক, গেমস এবং অন্যান্য যুগোপযোগী সার্ভিসের মাধ্যমে।
রান শেষ হওয়ার পর অংশগ্রহণকারীরা হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে জড়ো হন, যেখানে আয়োজন করা হয় লাইভ মিউজিক সেশন। জনপ্রিয় শিল্পী শাওন গানওয়ালা এবং সুফিতানের কাওয়ালি পরিবেশনা ভোরের এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল লোকাল শীতকালীন ফুডফেস্ট, যেখানে বিভিন্ন ধরনের পিঠাপুলি এবং স্থানীয় খাবারের আয়োজন করা হয়। দৌড়, সংগীত ও ফুডফেস্টের সমন্বয়ে অংশগ্রহণকারীরা উপভোগ করেন এক অনন্য সকালের অভিজ্ঞতা।
আয়োজকরা জানান, ঢাকা মর্নিং ফেস্ট একটি নিয়মিত নগর সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নিয়েছে, যা মানুষকে ভোরে উঠতে, শরীরচর্চা করতে এবং সমমনা কমিউনিটির সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করবে। অংশগ্রহণকারীদের ব্যাপক সাড়া ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন অব্যাহত রাখার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।