হাদির হত্যার প্রতিবাদে কুমিল্লায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ, কুমিল্লা। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্তরে গিয়ে শেষ হয়। ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম মুহা. সামদানী সভাপতিত্ব বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টির মনোনীত প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক,বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য সচিব মুফতি আব্দুল জিলানী, জামায়াত নেতা ও কাউন্সিলর মোশারফ হোসেন, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, রবিউল হোসেন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবির সভাপতি মনির হোসেন, আব্দুল হান্নান, আল কুরআন একাডেমীর শাহাদাত হোসাইন, কুম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ, কুমিল্লা। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় কুমিল্লা টাউন হল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্তরে গিয়ে শেষ হয়। ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম মুহা. সামদানী সভাপতিত্ব বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টির মনোনীত প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক,বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্য সচিব মুফতি আব্দুল জিলানী, জামায়াত নেতা ও কাউন্সিলর মোশারফ হোসেন, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, রবিউল হোসেন, ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবির সভাপতি মনির হোসেন, আব্দুল হান্নান, আল কুরআন একাডেমীর শাহাদাত হোসাইন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি আব্দুল্লাহ ফিরোজ, গণঅধিকার পরিষদের সদস্য সচিব গিয়াসউদ্দিন, এনসিপির সংগঠক আবু রায়হান ও কাজী মো. জায়েদ সহআরো অনেকে।
এসময় বক্তারা, হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তিনি ঢাকা-৮ আসনে শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় বোনকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি তোলেন। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের দাবিও জানান। এ সময় তৌহিদী জনতার বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
What's Your Reaction?