হামজা-শামিতকে নিয়েই ভারতের বিপক্ষে একাদশ, নেই জামাল
ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে অধিনায়ক জামাল ভূঁইয়াকে বাইরে রেখেই শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আর গোলপোস্টে যাকে নিয়ে নেপাল ম্যাচের পর থেকে চলছিল সমালোচনা সেই মিতুল মারমার ওপরই আস্থা রেখেছেন কোচ। জামাল একাদশে না থাকায় অধিনায়কত্ব করবেন সিনিয়র সোহেল রানা। রক্ষণে তপু বর্মণ, তারিক কাজীর সাথে একাদশে আছেন তরুণ জায়ান আহমেদ ও সাদ উদ্দিন। মাঝমাঠে হামজার সাথে শামিত সোম ও সোহেল রানা আছেন। ওপরে শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন। বাংলাদেশ একাদশ মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা, শামিত সোম, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহেমদ ফাহিম। আরআই/আইএইচএস
ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে অধিনায়ক জামাল ভূঁইয়াকে বাইরে রেখেই শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আর গোলপোস্টে যাকে নিয়ে নেপাল ম্যাচের পর থেকে চলছিল সমালোচনা সেই মিতুল মারমার ওপরই আস্থা রেখেছেন কোচ।
জামাল একাদশে না থাকায় অধিনায়কত্ব করবেন সিনিয়র সোহেল রানা। রক্ষণে তপু বর্মণ, তারিক কাজীর সাথে একাদশে আছেন তরুণ জায়ান আহমেদ ও সাদ উদ্দিন।
মাঝমাঠে হামজার সাথে শামিত সোম ও সোহেল রানা আছেন। ওপরে শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা, তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা, শামিত সোম, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহেমদ ফাহিম।
আরআই/আইএইচএস
What's Your Reaction?