হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার রাতে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন সাইফুল ইসলাম শহিদ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।” নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে জামায়াত সমর্থিত এই এমপি প্রার্থী বলেন, তিনি সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও প্রত্যাশা হয়তো পূরণ করতে পারব না। তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব।” এ সময় তিনি দলের নেতাকর্মীদের জন্য দোয়া করে বলেন, “কর্মীদের জন

হাসনাতের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার রাতে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন সাইফুল ইসলাম শহিদ।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।”

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে জামায়াত সমর্থিত এই এমপি প্রার্থী বলেন, তিনি সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও প্রত্যাশা হয়তো পূরণ করতে পারব না। তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব।”

এ সময় তিনি দলের নেতাকর্মীদের জন্য দোয়া করে বলেন, “কর্মীদের জন্য মহান রবের কাছে দোয়া করি- আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন।”

উল্লেখ্য, কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে আসন সমঝোতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow