১০ দলীয় জোট ও সর্বসাধারণ মিলে গণবিপ্লব সৃষ্টি হবে: কামরুল
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে ১০ দলীয় জোট সমর্থিত এবং জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন, ১০ দলের নেতাকর্মী ও সর্বসাধারণ মিলে ফুলবাড়িয়ায় গণবিপ্লব সৃষ্টি হবে এবং আগামী দিনে “চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগানের কার্যকারিতা বাস্তবায়ন হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে শহরের মির্জা গার্ডেনের দ্বিতীয় তলায় কামরুল হাসান মিলনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে ১০ দলের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করে প্রশাসন সকল প্রার্থীর ক্ষেত্রে একই নীতি গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের পেশাদারিত্ব আচরণের আহ্বান জানিয়ে প্রচারণা কার্যক্রমের সূচী ঘোষণা করেন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের ফুলবাড়িয়া আসন পরিচালক মাহবুবুর রশীদ ফরাজি, আহ্বায়ক ফজলুল হক শামীম, সদস্য সচিব মাওলানা শাহজাহান নূরী, প্রচার বিভাগের আব্দুল মজিদ, খেলাফত মজলিসের রফিকুল ইসলাম, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মন্জুরুল হক মামুন, বিডিপির সভাপতি আব্দুল আজিজ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে ১০ দলীয় জোট সমর্থিত এবং জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন, ১০ দলের নেতাকর্মী ও সর্বসাধারণ মিলে ফুলবাড়িয়ায় গণবিপ্লব সৃষ্টি হবে এবং আগামী দিনে “চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগানের কার্যকারিতা বাস্তবায়ন হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে শহরের মির্জা গার্ডেনের দ্বিতীয় তলায় কামরুল হাসান মিলনের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে ১০ দলের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করে প্রশাসন সকল প্রার্থীর ক্ষেত্রে একই নীতি গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের পেশাদারিত্ব আচরণের আহ্বান জানিয়ে প্রচারণা কার্যক্রমের সূচী ঘোষণা করেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ১০ দলীয় জোটের ফুলবাড়িয়া আসন পরিচালক মাহবুবুর রশীদ ফরাজি, আহ্বায়ক ফজলুল হক শামীম, সদস্য সচিব মাওলানা শাহজাহান নূরী, প্রচার বিভাগের আব্দুল মজিদ, খেলাফত মজলিসের রফিকুল ইসলাম, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী মন্জুরুল হক মামুন, বিডিপির সভাপতি আব্দুল আজিজ ও বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল হক সহ অন্যান্যরা।
What's Your Reaction?