'১২ জানুয়ারির মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা'
জামায়াত জোটের চূড়ান্ত আসন সংখ্যার আগামীকাল অথবা পরশু'র মধ্যেই ঘোষণা আসবে- এমনটাই জানিয়েছেন জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১০ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বড় টিম পাঠাচ্ছে ইউরোপীয় জোট। কারণ, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা। নিরপেক্ষভাবে কাজ করবে ইইউ প্রতিনিধিরা। বৈঠকে ভোটের 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিয়ে শঙ্কার কথা অবহিত করেছে এনসিপি। নাহিদ বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলকে নিরাপত্তা দিচ্ছে সরকারি কর্মকর্তারা। যে কারণে, গণমাধ্যম ও জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। তার আশঙ্কা, ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা না গেলে আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়বে ভোটের পরিবেশ। এসময় নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন এনসিপি আহ্বায়ক। বলেন, ঋণখেলাপিদেরও মনোনয়ন বৈধ করছে ইসি।
জামায়াত জোটের চূড়ান্ত আসন সংখ্যার আগামীকাল অথবা পরশু'র মধ্যেই ঘোষণা আসবে- এমনটাই জানিয়েছেন জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বড় টিম পাঠাচ্ছে ইউরোপীয় জোট। কারণ, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় তারা। নিরপেক্ষভাবে কাজ করবে ইইউ প্রতিনিধিরা।
বৈঠকে ভোটের 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিয়ে শঙ্কার কথা অবহিত করেছে এনসিপি। নাহিদ বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলকে নিরাপত্তা দিচ্ছে সরকারি কর্মকর্তারা। যে কারণে, গণমাধ্যম ও জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। তার আশঙ্কা, ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা না গেলে আরও বেশি নিরাপত্তাহীন হয়ে পড়বে ভোটের পরিবেশ।
এসময় নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন এনসিপি আহ্বায়ক। বলেন, ঋণখেলাপিদেরও মনোনয়ন বৈধ করছে ইসি।
What's Your Reaction?