২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। এ জনসভায় স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান এবং তাঁদের পক্ষে ভোট প্রার্থনা করবেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে বিজয়ী করতে আগামীর পথচলা ও রাজনৈতিক দিকনির্দেশনা দেবেন তিনি। এ জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। এর আগে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “ইতোমধ্যে চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে একাধিক সভা করা হয়েছে। সব ইউনিটের নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, মূল মঞ্চের কাজ চলমান রয়েছে। সম্ভাব

২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। এ জনসভায় স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান এবং তাঁদের পক্ষে ভোট প্রার্থনা করবেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে বিজয়ী করতে আগামীর পথচলা ও রাজনৈতিক দিকনির্দেশনা দেবেন তিনি।

এ জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

এর আগে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “ইতোমধ্যে চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে একাধিক সভা করা হয়েছে। সব ইউনিটের নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, মূল মঞ্চের কাজ চলমান রয়েছে। সম্ভাব্য বিপুল জনসমাগমের কথা বিবেচনায় সমাবেশস্থলের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন বসানো হবে। পাশাপাশি নারী নেতাকর্মী ও সমর্থকদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

শরীফুল আলম বলেন, “সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তাঁর এই আগমনকে ঘিরে এলাকার মানুষ ব্যাপকভাবে উচ্ছ্বসিত। আমরা আশা করছি, সার্কিট হাউস মাঠসহ পুরো শহর জনসমুদ্রে পরিণত হবে।”

নিরাপত্তা ও সুযোগ-সুবিধার বিষয়ে তিনি বলেন, সমাবেশস্থলে সুপেয় পানির ব্যবস্থা থাকবে এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে এবং প্রশাসন সহযোগিতা করছে বলেও জানান তিনি।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের এই জনসভা শুধু নির্বাচনি প্রচারণাই নয়, বরং ময়মনসিংহ অঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow